খেলা

নিন্দায় সরব হলেন প্রশান্ত ও অলোক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ম্যাচের ২৪ ঘণ্টা কেটে গেলেও হুয়ান ফেরান্দো ও রয় কৃষ্ণা ঝামেলার বিতর্ক অব্যাহত। প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে লাল কার্ড দেখেন হুয়ান ফেরান্দো। অথচ দিব্যি পার পেয়ে যান ফিজির ফুটবলার। ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা দিয়েছে, ফেরান্দোর দিকে তেড়ে যান রয়। এমনকী, প্রাক্তন কোচকে ধাক্কা দেন তিনি। কোচের সঙ্গে প্রতিপক্ষ ফুটবলারের এমন আচরণে ক্ষুব্ধ বাগান টিম ম্যানেজমেন্ট। তবে নির্বাক এফএসডিএল। একজন ফুটবলার কীভাবে প্রতিপক্ষ কোচকে ধাক্কা দেওয়ার সাহস দেখাতে পারেন! শুধু তাই নয়, প্রশ্ন উঠছে ওড়িশা এফসি কোচ সের্গিও লোবেরার মানসিকতা নিয়েও। দলের ফুটবলারের ভুল ঢাকতে গিয়ে পাল্টা তিনি তেড়ে যান ফেরান্দোর দিকে। গোটা ঘটনাটি ঘটে রেফারি ক্রিস্টাল জনের সামনে। কিন্তু সের্গিও লোবেরা এবং রয় কৃষ্ণার বিরুদ্ধে তিনি কোনও পদক্ষেপ নেননি। তাই রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়ারও ভাবনাচিন্তা করছে মোহন বাগান।
মঙ্গলবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে রয় কৃষ্ণার প্রসঙ্গ উঠলে মজার ছলে একটি মন্তব্য করেন মোহন বাগানের কোচ ফেরান্দো। সূত্রের খবর, তা ভালোভাবে নেননি তারকা স্ট্রাইকার। বুধবার ম্যাচ শেষে তাই ক্ষোভ উগরে দেন রয় কৃষ্ণা। উল্লেখ্য, মোহন বাগান থেকে ছাঁটাই হওয়ার নেপথ্যে ফেরান্দোর হাত রয়েছে বলেই তাঁর ধারণা। তবে কৃষ্ণার এই আচরণ মোটেই কাঙ্ক্ষিত নয় বলেই মনে করছেন প্রাক্তন মিডফিল্ডার প্রশান্ত ব্যানার্জি। তিনি বলেন, ‘বুধবার ম্যাচ শেষে যা ঘটেছে তা মোটেই কাম্য নয়। এটা কোনওভাবেই খেলোয়াড়সুলভ আচরণ হতে পারে না। একজন কোচ কোনও ফুটবলারকে দলে না’ও রাখতে পারে। প্রতিটি কোচের নিজের পছন্দ-অপছন্দ থাকে। তবে সেই কারণে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া অনুচিত। আমার মনে হয়, রয় কৃষ্ণাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে থাকবে।’
এই প্রসঙ্গে আর এক প্রাক্তনী অলোক মুখার্জির মন্তব্য, ‘কোচ ও ফুটবলারের সম্পর্ক অনেকটা পিতা-পুত্রের মতো। তাই বুধবার রয় কৃষ্ণার আচরণ মোটেই সমর্থনযোগ্য নয়। এই ঘটনা ডার্বিতে হলে গ্যালারিতে আগুন জ্বলতে পারত। আগামী দিনে এরকম ঘটনার পুনরাবৃত্তি চাই না। লিগ কমিটির উচিত কড়া হাতে গোটা বিষয়টি দেখা।’
9Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কেনাবেচা ক্রমশ বাড়ায় লাভ বৃদ্ধি। সন্তানের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা