খেলা

সন্ধ্যায় ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ, স্টেডিয়ামে নেই বিদ্যুৎ সংযোগ! চরম অব্যবস্থা রায়পুরে

রায়পুর, ১ ডিসেম্বর: কয়েক ঘণ্টা বাদেই মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের জন্য প্রস্তুত দুই পক্ষই। ঠিক তার প্রাক মুহূর্তে ছত্তিশগড়ের রায়পুরের যে স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে তাকে ঘিরে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। এই শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে কোনও বিদ্যুৎ সংযোগ নেই বলেই অভিযোগ উঠছে। অথচ ম্যাচটি শুরুই হবে সন্ধ্যাবেলা। তাই চরম শোরগোল শুরু হয়ে গিয়েছে সব মহলেই।  জানা যাচ্ছে, ২০০৯ সাল থেকে বিদ্যুতের বিল দেয়নি কর্তৃপক্ষ। ৩.১৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তাই পাঁচ বছর আগেই ওই স্টেডিয়ামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যদিও আজ ছত্তিশগড় স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে সাময়িকের জন্য স্টেডিয়ামে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হচ্ছে বলেই জানানো হয়েছে। তবে ওই বিদ্যুৎ সংযোগের ফলে শুধুমাত্র দর্শকাসন ও গ্যালারিতে যাবতীয় পরিষেবা পাওয়া যাবে। যা কেবলমাত্র ম্যাচের সময়টুকুতেই থাকবে। মাঠের ফ্লাডলাইটের জন্য আলাদা করে জেনারেটর ভাড়া করতে হচ্ছে। মাত্র ২০০ কেভি বিদ্যুৎ দেওয়া হচ্ছে স্টেডিয়ামে। সেটি যাতে বাড়িয়ে ১ হাজার কেভি করা যায় তার জন্য অনুরোধ জানিয়েছেন ছত্তিশগড় স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা।  কিন্তু ২০১৮ সালে এই বকেয়া বিলের বিষয়টি জানা থাকলেও  এখনও সেই সমস্যার কোনও সুরাহা  হয়নি কেন তার কোনও সদুত্তর নেই কোনও পক্ষের কাছেই। স্টেডিয়ামের নির্মাণের পর দেখভালের দায়িত্ব দেওয়া হয় পিডব্লুডিকে। যদিও বাকি খরচ ক্রীড়া দপ্তরেরই বহন করার কথা। এই মুহূর্তে দাঁড়িয়ে তাই দুই দপ্তরই বকেয়া বিল নিয়ে একে ওপরকে দুষছে। তবে দুই দেশের এত বড় ম্যাচে কেন এই চরম অব্যবস্থা? সেই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে বিসিসিআইয়ের নজরদারি নিয়েও।
9Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা