খেলা

পারুল-অন্নুর সোনা জয়ের দিনে ভারতের ঝুলিতে এল ৯টি পদক

হাংঝউ: এশিয়ান গেমসে ভারতীয়দের অগ্রগতি অব্যাহত। মঙ্গলবার এল দু’টি সোনা সহ মোট ৯টি পদক। ১৫টি সোনা, ২৬টি রুপো ও ২৮টি ব্রোঞ্জ এখনও পর্যন্ত জিতেছেন অ্যাথলিটরা। চতুর্থ স্থানে থাকা ভারতের পদকসংখ্যা এখন ৬৯, যা গতবারের (৭০) থেকে মাত্র একটি কম। নিশ্চিতভাবেই এবার সেই সংখ্যা পেরবেন ভারতীয় ক্রীড়াবিদরা। 
এদিন মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে সোনা জিতলেন পারুল চৌধুরি। ২৮ বছর বয়সি শেষ ৪০ মিটারে রীতিমতো চমকে দিয়ে পিছনে ফেললেন জাপানের রিরিকা হিরোনাকাকে। পারুল সময় নেন ১৫:১৪.৭৫ সেকেন্ড। এর আগে মহিলাদের ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো জিতেছিলেন তিনি। 
বুধবার নামছেন তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। পাকিস্তানের আর্শাদ নাদিম চোটের জন্য না নামার সিদ্ধান্ত নেওয়ায় নীরজের সোনা জয়ের রাস্তা পরিষ্কার বলেই মনে করা হচ্ছে। তবে তার আগে এদিন মহিলাদের জ্যাভেলিন থ্রোয়ে সোনা আনলেন অন্নু রানি। মীরাটের ৩১ বছর বয়সি চতুর্থ প্রচেষ্টায় ৬২.৯২ মিটার ছুড়ে বাকিদের পিছনে ফেলেন। 
পুরুষদের ৮০০ মিটারে মহম্মদ আফজল আনলেন রুপো (১:৪৮.৪৩ সেকেন্ড)। পুরুষদের ট্রিপল জাম্পে ব্রোঞ্জ পেলেন প্রভীন চিত্রভেল (১৬.৬৮ মিটার)। পুরুষদের ডেকাথেলনে জাতীয় রেকর্ড গড়ে তেজস্বীন শঙ্কর জিতলেন রুপো। ৭৬৬৬ পয়েন্টে থামলেন তিনি। ১৯৭৪ সালে বিজয় সিং চৌহানের পর এশিয়াডের ডেকাথলনে এটা ভারতের প্রথম পদক।
মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে এল ব্রোঞ্জ। ২৫ বছর বয়সি বিথ্যা রামরাজ সময় নিলেন ৫৫.৬৮ সেকেন্ড। ৪×৪০০ মিটার মিক্সড রিলেতে রুপোজয়ী দলেও ছিলেন বিথ্যা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সব মিলিয়ে এল ছ’টি পদক।
পুরুষদের ক্যানো ডাবল ১০০০ মিটার ইভেন্টে অর্জুন সিং ও সুনীল সিং সালামের ব্রোঞ্জ। ৩:৫৩.৩২৯ সেকেন্ডে শেষ করেন তাঁরা। ইভেন্টের ইতিহাসে এটা ভারতের দ্বিতীয় পদক। ১৯৯৪ হিরোশিমা গেমসে সিজি সদানন্দন ও জনি রোমেল এনেছিলেন পদক।
এদিন মহিলাদের বক্সিংয়ে ৫৪ কেজিতে ব্রোঞ্জ পেলেন প্রীতি পাওয়ার। ১৯ বছর বয়সি সেমি-ফাইনালে হেরে গেলেন চীনের চাং ইউয়ানের কাছে। পুরুষদের ৯২ কেজিতে ব্রোঞ্জ পেলেন নরেন্দর বেরওয়াল। তবে তিনিও শেষ চারের লড়াইয়ে পরাস্ত হয়ে ওলিম্পিকসের যোগ্যতা অর্জনের সুযোগ হারালেন। বিশ্বচ্যাম্পিয়ন লাভলিনা বড়গোঁহাই যদিও তা অর্জন করলেন মহিলাদের বক্সিংয়ের ৭৫ কেজির ফাইনালে উঠে। রুপো নিশ্চিত তাঁর।
তিরন্দাজিতে মহিলাদের কম্পাউন্ডের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন শীর্ষবাছাই জ্যোতি সুরেখা ভেন্নাম। সেমি-ফাইনালে তিনি হারান আর এক ভারতীয়, বিশ্বচ্যাম্পিয়ন অদিতি স্বামীকে (১৪৯-১৪৭)। উল্লেখ্য, ১৭ বছরের অদিতির ‘আইডল’ জ্যোতিই। ফাইনালে ওঠায় রুপো নিশ্চিত জ্যোতির। পুরুষদের কম্পাউন্ড তিরন্দাজির ব্যক্তিগত বিভাগের ফাইনালে আবার মুখোমুখি দুই ভারতীয়, অভিষেক ভার্মা ও বিশ্বচ্যাম্পিয়ন ওজাস দেওতালে। ফলে, সোনা-রুপো, দুটোই আসছে। 
স্কোয়াশে নিশ্চিত তিনটি পদক। মিক্সড ডাবলসের সেমি-ফাইনালে উঠেছেন ভারতের দীপিকা পাল্লিকাল ও হরিন্দারপাল সিং। অনাহত সিং-অভয় সিংয়ের জুটিও সেমি-ফাইনালে। পুরুষদের সিঙ্গলসের শেষ চারে সৌরভ ঘোষাল। এর আগে সৌরভরা স্কোয়াশের টিম ইভেন্টে সোনা জিতেছেন।
14Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সুনাম বাড়বে। জ্ঞাতির চক্রান্তে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে। উচ্চশিক্ষায় শুভ ফল লাভের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
8th     December,   2024
দিন পঞ্জিকা