খেলা

বিধ্বংসী পূজা, আজ সোনার খোঁজে স্মৃতিরা

হাংঝউ: দাপটে এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে ভারত। রবিবার সেমি-ফাইনালে বাংলাদেশকে ৮ উইকেটে হারাল তারা। জয় এল ৭০ বল বাকি থাকতে। সোমবার সোনার লক্ষ্যে নামবেন স্মৃতি মান্ধানারা। ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা। অন্য সেমি-ফাইনালে তারা ৬ উইকেটে হারিয়েছে ২০১৪ এশিয়াডের সোনাজয়ী পাকিস্তানকে।
টস জিতে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। ১৭.৫ ওভারে মাত্র ৫১ রানে দাঁড়ি পড়ে তাদের ইনিংসে। পূজা বস্ত্রকারের ১৭ রানে ৪ উইকেটই তফাত গড়ে দেয়। ম্যাচের প্রথম বলেই আঘাত হেনেছিলেন তিনি। ওই ওভারেই দ্বিতীয় উইকেট নেন তিনি। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। নিয়মিত ব্যবধানে উইকেট হারায় তারা। অধিনায়ক নিগর সুলতানা ছাড়া কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। নিগর করেন ১২। শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন রানের লজ্জার স্কোরে পৌঁছয় তারা।
পূজা বস্ত্রকার অবশ্য প্রাথমিকভাবে ভারতের এশিয়াডের দলে ছিলেন না। রওনা হওয়ার ঠিক আগে অঞ্জলি সর্বানীর পরিবর্তে স্কোয়াডে আসেন তিনি। এদিন পূজাই চুরমার করলেন প্রতিবেশী দেশের ফাইনালে ওঠার স্বপ্ন। বল হাতে নজর কাড়লেন নতুন বলে পূজার সঙ্গী তিতাস সাধুও। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে এক উইকেট তাঁর। একসময় পূজা ও তিতাস মিলে টানা ১৮টি ডট বল করেন। ভারতের তিন স্পিনারও চাপ আলগা হতে দেননি। লেগ স্পিনার দেবীকা বৈদ্য ((১-০), বাঁহাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় (১-৮), অফ স্পিনার দীপ্তি শর্মারা (০-৪) আঁটসাঁট বল করেন।
৫২ রানের লক্ষ্য তাড়া করতে ৮.২ ওভারের বেশি নেয়নি ভারত। ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা (৭) ও শেফালি ভার্মা (১৭) অবশ্য বেশিক্ষণ থাকেননি। তবে জেমিমা রডরিগেজ (অপরাজিত ২০) ও কণিকা আহুজা (অপরাজিত ১) জিতিয়ে ফেরেন। কিছুদিন আগের পরাজয়ের মধুর প্রতিশোধ হিসেবেই তা দেখছেন ক্রিকেটপ্রেমীরা। ওই হারের পরই বাংলাদেশি আম্পায়ারদের বিরুদ্ধে মন্তব্য করেন ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর। তার জেরে নির্বাসিত করা হয় তাঁকে। এই কারণেই এশিয়ান গেমসের দুটো ম্যাচে খেলতে পারেননি তিনি।
13Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শুভ যোগাযোগ ও পরিকল্পনায় কাজকর্মে উন্নতি। ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা