খেলা

সহজ জয়ে অভিযান শুরু মোহন বাগানের

মোহন বাগান-৩       :           পাঞ্জাব এফসি-১
(কামিংস,  দিমিত্রি,  মনবীর)                                          (লুকা)

শিবাজী চক্রবর্তী, কলকাতা: শনিবার সন্ধ্যা। সবুজ-মেরুন আলোর মালা আর কামিংস, সাহালদের কাট-আউটে সুসজ্জিত যুবভারতী ক্রীড়াঙ্গন। মেন গেটের বাইরে প্রিয় দলের পতাকা হাতে সেলফি তুলতে দেখা গেল  বেশ কিছু অত্যুৎসাহীকে। উৎসবের মরশুমে প্রবল উদ্দীপনা নিয়েই মাঠে হাজির হাজার কুড়ি মোহন বাগান সমর্থক। পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে দিমিত্রিদের দুরন্ত জয়ের পর খুশি মনে বাড়ি ফিরলেন তাঁরা। পরিসংখ্যান বলছে, আইএসএলের ইতিহাসে টানা দু’বার ট্রফি জিততে পারেনি কোনও দল। মিথ ভাঙতে এবার বদ্ধপরিকর হুয়ান ফেরান্দো। এদিন সাহালদের ঝলমলে ফুটবল দেখার পর রবিবার সকালে বাজারে চিংড়ির দর না বাড়লেই অবাক হতে হবে।
যুবভারতীতে ম্যাচের কিক-অফের সময় ছিল রাত ৮ টা। কিন্তু ম্যাচের আগেই তাল কাটল। ভুবনেশ্বরে বজ্রপাতের কারণে ওড়িশা বনাম চেন্নাইয়ান ম্যাচ বেশ কিছু সময় বন্ধ ছিল। ফলে মোহন বাগান বনাম পাঞ্জাব এফসি’র ম্যাচ ৩৫ মিনিট পিছিয়ে যায়। চারদিন আগেই এএফসি কাপে ওড়িশাকে চূর্ণ করেছিলেন শুভাশিসরা। উইনিং কম্বিনেশনে বদল এনে শুক্রবার ৩-৫-২ স্ট্র্যাটেজিতে দল সাজিয়েছিলেন ফেরান্দো। প্রথম একাদশে হুগো বোমাসের বদলে ব্রেন্ডন হামিলকে দেখে বিস্মিত হয়েছিলেন অনেকেই। পাশাপাশি উইথড্রল স্ট্রাইকারের জায়গায় ব্যবহার করা হল জেসন কামিংসকে। প্রথমার্ধে অজি বিশ্বকাপারকে রুখতেই হিমসিম খেল পাঞ্জাব। ১০ মিনিটেই লিড নিল সবুজ-মেরুন। ডানদিকে চমৎকারভাবে বল স্ন্যাচ করে গ্লেন মার্টিন্স বাড়িয়ে দিয়েছিলেন আশিস রাইকে। গতির বিস্ফোরণ ঘটিয়ে বিপক্ষ বক্সে ঢুকে ছোট্ট মাইনাস করেন তিনি। সাহালের পায়ে লেগে ছিটকে আসা বল গোলে ঠেলেন কামিংস (১-০)।  অজি বিশ্বকাপারের গোলই যেন বিপক্ষের যাবতীয় উৎসাহ ব্লটিং পেপারে শুষে নিল। ৩৫ মিনিটে দ্বিতীয় গোল। এক্ষেত্রে কামিংসের থ্রু বে-আব্রু করে দেয় বিপক্ষ রক্ষণকে। ফাঁকায় বল ধরে লিস্টন কোলাসোর নিঃস্বার্থ পাস খুঁজে নেয় দিমিত্রি পেত্রাতোসকে। ফাঁকা গোলে বল পাঠাতে তাঁর অসুবিধা হয়নি (২-০)। পাঁচ মিনিটের মধ্যেই অবশ্য ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল লিস্টনের সামনে। কিন্তু বিপক্ষ গোলরক্ষক লিম্বুকে একা পেয়েও হাতে মারলেন তিনি। 
বিরতির পর অবশ্য আত্মতুষ্টিতে ভুগতে থাকে সবুজ-মেরুন ব্রিগেড। আর তারই সুযোগ নেয় পাঞ্জাব এফসি। গ্লেন মার্টিন্সের শিশুসুলভ ভুলে ব্যবধান কমে। ৫৩ মিনিটে তাঁর ব্যাকপাস কৃতজ্ঞচিত্তে কাজে লাগান লুকা (২-১)। এর মিনিট আটেক পর পাঞ্জাবের আশিস প্রধানের গোল অফ-সাইডের কারণে বাতিল হয়। তবে নিজেদের ভুল দ্রুত বুঝতে পারেন সবুজ-মেরুন ফুটবলাররা। তারই সুফল মেলে ৬৩ মিনিটে। বাঁ দিক থেকে দিমিত্রির মাইনাসে মনবীরের আউটস্টেপের ফ্লিক জালে জড়ায় (৩-১)। এই পর্বে কামিংসের পরিবর্তে সাদিকু এবং পেত্রাতোসের বদলে বোমাসকে নামানো হয়। এরপর ম্যাচে মোহন বাগানের আধিপত্য ছিল। প্রান্তিক আক্রমণে চতুর্থ গোলের পথ খুঁজেছেন সাদিকুরা। ৮১ মিনিটে লিস্টনের শট সোজাসুজি পাঞ্জাব গোলরক্ষকের হাতে জমা পড়ে। এছাড়া ফ্রি-কিক থেকে নেওয়া সাদিকুর প্রয়াস অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। 
মোহন বাগান: বিশাল, আনেয়ার, ইউস্তে, হামিল, আশিস, গ্নেন মার্টিন্স (হামতে), সাহাল (অভিষেক), শুভাশিস (মনবীর), দিমিত্রি (সাদিকু), কামিংস (বোমাস) ও লিস্টন।
12Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি। ছোট ও মাঝারি ব্যবসায় অগ্রগতি। অর্থাগম যোগটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা