খেলা

এখন অস্ট্রেলিয়াও সমীহ করে টিম
ইন্ডিয়াকে, মন্তব্য কোহলির

লন্ডন: বিপক্ষে অস্ট্রেলিয়া মানেই বিরাট কোহলির ব্যাটে নির্ভরতা। ২৪ টেস্টে ৪৮.২৬ গড়ে ১৯৭৯ রানেই তা প্রতিফলিত। রয়েছে আটটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি। সব ফরম্যাট মিলিয়ে ডন ব্র্যাডম্যানের দেশের বিরুদ্ধে ৯২টি আন্তর্জাতিক ম্যাচে ভিকে’র ব্যাটে এসেছে ১৬টি শতরান ও ২৪টি অর্ধশতরান। উল্টোদিকে ক্যাঙারু-বাহিনী থাকলেই যেন জ্বলে ওঠেন তিনি! 
বুধবার শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে টিম ইন্ডিয়ার বড় ভরসা বিরাট স্টার স্পোর্টস চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘অস্ট্রেলিয়া মারাত্মক লড়াকু একটা দল। যদি ম্যাচের রাশ দখলের সামান্যতম সুযোগও পেয়ে যায়, তবে ঝাঁপিয়ে পড়ে সঙ্গে সঙ্গে। স্কিলের দিক দিয়েও ওরা উচ্চমার্গের। সেই জন্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় আমার মোটিভেশন বেড়ে যায়। নিজের খেলাকে সর্বোচ্চ পর্যায়ে তুলে নিয়ে যেতে মরিয়া হয়ে উঠি। সত্যি বলতে কী, অস্ট্রেলিয়াকে হারাতে গেলে নিজেকে ছাপিয়ে যাওয়া ছাড়া রাস্তা নেই।’
ওভালে কেমন কন্ডিশনের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে? বিরাটের উত্তর, ‘ওখানে পাটা উইকেট পাব না। ব্যাটারদের তাই সতর্ক থাকতে হবে। আরও ফোকাস ও শৃঙ্খলা দরকার ব্যাটিংয়ে। পরিস্থিতি ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে জলদি। ইংল্যান্ডের সিমিং ও সুইং সহায়ক কন্ডিশনে কোন বল মারব, কোনটা ডিফেন্স করব আর কোনটাই বা ছেড়ে দেব, সেই সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে কঠিন। ক্রিজে টিকে থাকার জন্য জমাট টেকনিক ও ভারসাম্য প্রয়োজন।’
অস্ট্রেলিয়ায় গিয়ে গত দু’টি টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারত। দুই দলের লড়াই এখন ক্রিকেটপ্রেমীদের কাছে রীতিমতো উপাদেয় হয়ে উঠেছে। বিরাটের মতে, ‘আগে খেলা চলত সংঘর্ষের আবহে। উত্তেজনা থাকত মাঠে। কিন্তু ওদের দেশে দিয়ে পরপর টেস্ট সিরিজ জেতার পর আমাদের গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। হাল্কাভাবে নেওয়া নয়, বরং সমীহের চোখে দেখছে ভারতকে। ওদের পছন্দের কন্ডিশনেও বেগ দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের। আর সেটা ভালোই জানে অজিরা। ফলে আগের মতো টেনশন থাকছে না।’
ফাইনালে কেমন থাকবে ওভালের বাইশ গজ? ইউটিউবে রবিচন্দ্রন অশ্বিনের পোস্ট করা ভিডিওতে বাউন্সি পিচের ইঙ্গিত মিলেছে। সেখানে ‘পিচ ডক্টর’ নামে একজনের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তারকা অফস্পিনারকে। সেই ‘পিচ ডক্টর’ শুনিয়েছেন যে, পিচে রীতিমতো বাউন্স থাকবে। ভারতীয় দল যদিও সব রকম পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত।
15Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা