খেলা

শুভমানের মধ্যে শচীনকে
দেখতে পাই: কাইফ

 

নয়াদিল্লি: স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান গিল। ব্যাট হাতে নামলেই রানের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। তা সে দেশের জার্সিতে হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সদ্যসমাপ্ত আইপিএলে তাঁর ব্যাট থেকে ১৭ ম্যাচে এসেছে ৮৯০ রান। তরুণ ডানহাতি ব্যাটসম্যানটিকে ভবিষ্যতের সুপারস্টার হিসেবে দেখছে বিশেষজ্ঞ মহল। মুগ্ধ প্রাক্তনরাও। রবিবার মহম্মদ কাইফ জানিয়েছেন, শুভমানের মধ্যে শচীনকে দেখছেন তিনি। তাঁর কথায়, ‘শুভমান অসাধারণ প্রতিভা। নিয়মিত রান করে যাচ্ছে। এই ছন্দ বজায় রাখলে একটা সময় শচীন, বিরাটের মতো গ্রেটদের সঙ্গে ওর তুলনা আসবেই। টেকনিকের নিরিখে শচীনের সঙ্গে শুভমানের মিল খুঁজে পাই। সহজে আউট হতে চায় না। মানসিকভাবেও খুবই দৃঢ়।’
প্রাক্তন মিডল অর্ডার ব্যাটসম্যান কাইফ আরও বলেন, ‘শচীন ও বিরাট, দু’জনের সঙ্গেই আমি ড্রেসিং রুম শেয়ার করেছি। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, শুরুর দিকে বিরাটের টেকনিক এতটা নিখুঁত ছিল না। সেই জন্যই ২০১৪ ইংল্যান্ড সফরে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। জিমি অ্যান্ডারসনের বিরুদ্ধে খেলতে পারছিল না। তবে তারপর টেকনিকের উন্নতি ঘটিয়ে নিজেকে কিংবদন্তির পর্যায়ে তুলে নিয়ে গিয়েছে।’ উল্লেখ্য, ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর থেকেই চর্চায় শুভমান গিল। কঠোর পরিশ্রমের মাধ্যমে দ্রুত পরিণত হয়ে উঠছেন তরুণ ব্যাটসম্যান। জাতীয় দলেও ব্যাটিংয়ের অন্যতম ভরসা শুভমান। এই প্রসঙ্গে কাইফের মন্তব্য, ‘গত কয়েক বছর ধরে ওকে পর্যবেক্ষণ করছি। দিনে দিনে ও আরও ধারালো হয়ে উঠছে। শুরুর দিকে মনে হতো, পেস বোলিংটাই ভালো সামলায়। স্পিনে সেভাবে সাবলীল ছিল না। কিন্তু এখন সেই দুর্বলতাও কাটিয়ে উঠেছে। খুব কম সময়েই নিজেকে প্রতিষ্ঠা করেছে শুভমান। এখন ওর ব্যাটিংয়ে দুর্বলতা খুঁজে পাওয়া মুশকিল। ভবিষ্যতের মহাতারকা হয়ে ওঠার পথে হাঁটছে গিল।’
আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সম্ভাব্য টিম কম্বিনেশন নিয়েও মন্তব্য করেছেন কাইফ। তিনি বলেন, ‘ওপেনিং রোহিত ও শুভমান। তারপর পূজারা, কোহলি ও রাহানে। আর উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আমি ঈশান কিষানকে দেখতে চাই।’
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি। ছোট ও মাঝারি ব্যবসায় অগ্রগতি। অর্থাগম যোগটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা