খেলা

১৪ বছর পর রিয়াল
ছাড়ছেন বেনজেমা

মাদ্রিদ: গত কয়েকদিন ধরেই চলছিল কানাঘুষো। তাতেই পড়ল সিলমোহর। চলতি মরশুম শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন করিম বেনজেমা। রবিবার ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করা হয়। এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে চলতি মরশুম শেষে রিয়াল মাদ্রিদকে বিদায় জানাবেন অধিনায়ক করিম বেনজেমা। ২১ বছর বয়সে আমাদের ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। তারপর ধীরে ধীরে দলের অন্যতম মূল্যবান ফুটবলার হিসেবে নিজেকে মেলে ধরেন। তাঁর জন্য রইল শুভেচ্ছা।’ 
উল্লেখ্য, আগামী ৬ জুন আনুষ্ঠানিকভাবে ৩৫ বছর বয়সি ফরাসি স্ট্রাইকারকে বিদায় সংবর্ধনা জানাবেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তবে এদিন রাতেই সতীর্থরা আবেগঘন ‘গুডবাই’ জানালেন তাঁকে। তার আগে লা লিগায় অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে পেনাল্টি থেকে বেনজেমার গোলই সমতা ফেরাল ম্যাচে (১-১)। খেলা শেষের পর হাততালি দিয়ে সমর্থকদের ধন্যবাদ জানালেন তিনিও।
২০০৯ সালে লিঁয় থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন বেনজেমা। দীর্ঘ ১৪ বছরে মাদ্রিদের ক্লাবটির হয়ে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা ও ৩টি কোপা ডেল রে-সহ মোট ২৪টি ট্রফি রয়েছে তাঁর ঝুলিতে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও গ্যারেথ বেলের সঙ্গে সমোচ্চারিত হতো এই ফরাসি তারকা স্ট্রাইকারের নাম। ‘বিবিসি’ ত্রিফলায় ভর করে একের পর এক শিরোপা জিতেছে রিয়াল। রোনাল্ডো দল ছাড়ার পর গত কয়েক বছর কার্যত একার কাঁধে দলের আপফ্রন্টকে নেতৃত্ব দিয়েছেন বেনজেমা। ক্লাবের সর্বকালের সর্বাধিক গোলদাতার তালিকায় সিআরসেভেনের (৪৫০) পরেই রয়েছেন তিনি (৩৫৩)। সূত্রের খবর, সৌদি আরবের ক্লাব আল এতিহাদের পক্ষ থেকে বিপুল অর্থের প্রস্তাব রয়েছে তাঁর কাছে।  বুধবারই আনুষ্ঠানিকভাবে সৌদি ক্লাবটির হয়ে চুক্তিপত্রে সই করতে পারেন বেনজেমা। সেক্ষেত্রে ফের একবার রোনাল্ডোর সঙ্গে একই লিগে খেলবেন তিনি।
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা