খেলা

আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন
ইস্ট বেঙ্গলের মহিলা দল 
জুনের দ্বিতীয় সপ্তাহে অনুশীলন শুরু বিনো জর্জের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলাদের প্রথম আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। শুক্রবার ফাইনালে শ্রীভূমি ফুটবল ক্লাবকে ৫-০ গোলে উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। হ্যাটট্রিক সহ  চারটি গোল তুলসী হেমব্রমের। এছাড়াও বর্ণালী কাঁড়ার নাম তোলেন স্কোরশিটে। শুধু শিল্ড ঘরে তোলাই নয়, টুর্নামেন্টে কোনও গোল না হজম করেই  চ্যাম্পিয়নের দৃষ্টান্ত স্থাপন করল ইস্ট বেঙ্গল।  এবারের শিল্ডে ২৭ টি গোল করেছে তারা।  তিনটি হ্যাটট্রিক সহ একাই ১৫টি গোল রয়েছে জঙ্গলমহলের তুলসীর। সঙ্গত কারণেই তিনি প্রতিযোগিতার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয় ট্রফি জিতল লাল-হলুদের মহিলা ব্রিগেড। এর আগে শ্রীভূমিকে হারিয়েই কন্যাশ্রী কাপ ঘরে তুলেছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। এদিকে, ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্স দলের ফুটবলারদের দেওয়া হয় একটি করে তোয়ালে! এছাড়া দুই দলের জন্য বরাদ্দ ছিল একটি করে মেডেল। তা তুলে দেওয়া হয় টিম ম্যানেজারের হাতে। এই বিষয়ে আইএফএ সচিবের মন্তব্য, ‘এটা কোনও ইস্যুই নয়। বিতর্ক তৈরির জন্য ছোটখাট ব্যাপারগুলিকে বড় করে দেখানো হচ্ছে।’
এদিকে, ২৫ জুন কলকাতা প্রিমিয়ার লিগ শুরু করার ভাবনা রয়েছে আইএফএ’র।  প্রথম ম্যাচের আগে অন্তত দু’সপ্তাহ অনুশীলন করাতে চাইছেন কোচ বিনো জর্জ। বৃহস্পতিবারই ক্লাব তাঁবুতে লগ্নিকারী সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছিলেন কর্তারা। ঠিক হয়েছে, রিজার্ভ ও ডেভেলপমেন্ট লিগের  দল থেকে ফুটবলার বেছে নিয়েই অনুশীলন শুরু হবে। উল্লেখ্য, জুনের শেষে বা জুলাইয়ের গোড়ায় অনুশীলনে নামবে সিনিয়র দল। ২৪ জুলাই ডুরান্ড কাপের আসর বসবে কলকাতায়। লাল-হলুদ কোচ কুয়াদ্রাত প্র্যাকটিস শুরুর দিন কয়েক আগে কলকাতায় আসবেন। ঘরোয়া লিগের ম্যাচও দেখবেন।
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা