খেলা

অলরাউন্ডার নয়, শুরুতে
স্টোকস শুধুই ব্যাটসম্যান

 

চেন্নাই: টি-২০ ক্রিকেটে অলরাউন্ডারদের বরাবরই বাড়তি কদর। ফ্র্যাঞ্চাইজিগুলিও তাই এই ধরনের ক্রিকেটারদের জন্য বিপুল অর্থ খরচ করতে পিছপা হয় না। গত মিনি নিলামে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকসকে সেই কারণেই ১৬.২৫ কোটি টাকা দিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। ধোনির দলের আশা ছিল, ব্যাটে-বলে পুষিয়ে দেবেন স্টোকস। কিন্তু এবারের কোটিপতি লিগে তাঁকে দ্বৈত ভুমিকায় না’ও দেখা যেতে পারে। আপাতত ব্যাটিংয়েই মনোনিবেশ করছেন তিনি। চোট থেকে দূরে থাকার জন্য তেমনভাবে বল হাতে দেখা যাচ্ছে না স্টোকসকে। 
শুক্রবার আইপিএলের ঢাকে কাঠি পড়ছে। উদ্বোধনী ম্যাচে আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। চারবারের খেতাবজয়ী সিএসকে গতবার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল। অনেকেই কটাক্ষ করেছিলেন, বুড়ো ঘোড়াদের নিয়ে রেস জেতা যায় না। এবার সেই ভুলটাই ভাঙতে চাইছেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটার হিসেবে এটাই হয়তো তাঁর বিদায়ী আইপিএল। ভবিষ্যতে চেন্নাই সুপার কিংসের সঙ্গে অন্যভাবে তিনি যুক্ত থাকতে পারেন। তাই বিদায়বেলায় কোটিপতি লিগে বাড়তি তাগিদ লক্ষ্য করা যাচ্ছে মাহির মধ্যে। অনেক আগেই প্রস্তুতি শুরু করেছেন তিনি। 
তবে প্রশ্ন উঠছে, আগামী মরশুমে মহেন্দ্র সিং ধোনির জায়গা কে নেবেন? কার হাতে উঠবে সিএসকে’র আর্মব্যান্ড? অনেক নাম সামনে আসছে। তবে এগিয়ে বেন স্টোকসই। কিন্তু ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কের সবচেয়ে বড় সমস্যা হল, তিনি ভীষণই চোটপ্রবণ। বাঁ-হাঁটুর সমস্যায় ভুগছেন দীর্ঘদিন। তাই তিন ফরম্যাটে খেলার ঝুঁকি নিতে পারেননি। আলবিদা জানিয়েছেন ওয়ান ডে ক্রিকেটকে। সামনে রয়েছে অ্যাসেজ সিরিজ। সেদিকেই নজর  স্টোকসের। তাই আইপিএলে খুব বেশি ওয়ার্কলোড নিতে নারাজ তিনি। ব্যাটিং কোচ মাইক হাশির কথায়, ‘বেন স্টোকস মাঠে থাকলেই বিপক্ষ চাপে পড়তে বাধ্য।’
18Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা