বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শিক্ষা-কেরিয়ার
 

গ্রিন এনার্জি নিয়ে আলোচনাসভা 

‘গ্রিন এনার্জি’ নিয়ে সচেতনতা প্রসারে বিশেষ উদ্যোগ নেওয়ায় জিআইএস গ্রুপের অন্যতম প্রধান কলেজ গুরু নানক ইনস্টিটিউট অব টেকনোলজি (জিএনআইটি)-কে পুরস্কার দিল সোলার এনার্জি সোসাইটি অব ইন্ডিয়া (এসইএসআই)। একথা জানিয়ে জিএনআইটি-র প্রিন্সিপাল শান্তনুকুমার সেন বলেন, এসইএসআই-এর সঙ্গে একযোগে আমাদের কলেজ ইন্টারন্যাশনাল কংগ্রেস অন রিনিউয়েবল এনার্জি (আইসিওআরই ২০২০)-এর আয়োজন করেছিল। সোদপুরে জিএনআইটি-র ক্যাম্পাসে আয়োজিত দু’দিনের এই আলোচনাসভায় ১৭২টি পেপার পাঠ হয়েছে। পেপারগুলি এসইএসআই-এর জার্নালের বিশেষ সংখ্যায় প্রকাশিতও হয়েছে।
এ প্রসঙ্গে এসইএসআই-এর প্রেসিডেন্ট প্রফুল্ল পাঠক বলেন, আইসিওআরই ২০২০-তে সৌর বিদ্যুতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে রয়েছে এই ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নতি, এনার্জি এফিসিয়েন্সি, পরিবেশের উপর এর প্রভাব ইত্যাদি। সাংবাদিক সম্মেলনে ইন্ডিয়ান সোসাইটি ফর টেকনিক্যাল এডুকেশন-এর প্রেসিডেন্ট প্রতাপ সিং কাকাসাহেব দেশাই বলেন, সৌরবিদ্যুতে দক্ষ কর্মীর চাহিদা ক্রমে বাড়ছে। ইতিমধ্যে এখানে প্রায় ৩৫ লক্ষ কর্মী কাজ করছেন। ভবিষ্যতে এই চাহিদা আরও বাড়বে। ইতিমধ্যে সরকার কৃষিক্ষেত্রে সৌর বিদ্যুতের প্রয়োগের জন্য বিশেষ প্রকল্প এনেছে। সেখানে কোনও ব্যক্তিকে মোট বিনিয়োগের মাত্র ১০ শতাংশ দিতে হবে। এরপর খরচের বাকি ৩০ শতাংশ ভর্তুকি দেবে কেন্দ্র, ৩০ শতাংশ রাজ্য, আর বাকি ৩০ শতাংশ ভর্তুকি মিলবে ব্যাঙ্ক থেকে। ফলে ছাত্রদের এখন থেকেই তৈরি করলে আগামী দিনে দক্ষ কর্মীর অভাব হবে না।
—নিজস্ব প্রতিনিধি 

24th     February,   2020
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ