বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর

এবার থেকে মোবাইল ফোনের আইএমইআই নম্বর দেবে সরকার 

আরও বেশি গ্রাহক সুরক্ষা, না কি তার আড়ালে নজরদারি? এবার থেকে মোবাইলে আইএমইআই নম্বর দেবে ভারত সরকারই। এতদিন ১৫ সংখ্যার এই নম্বর সরবরাহ করতো আন্তর্জাতিক সংস্থা ‘জিএসএমএ’। ভারতে এই সংস্থার হয়ে মোবাইল স্ট্যান্ডার্ড অ্যালায়েন্স অব ইন্ডিয়া (এমএসএআই) আইএমইআই সংক্রান্ত সমস্ত কাজকর্ম চালাত। কিন্তু, এই সব কাজ এবার নিজের হাতেই তুলে নিচ্ছে টেলিকম দপ্তর (ডট)। এক বিবৃতি জারি করে বলা হয়েছে, বর্তমানে প্রচলিত এমএসএআই ব্যবস্থায় বদল আনা হচ্ছে। সেই জায়গায় ইন্ডিয়ান কাউন্টারফিটেড ডিভাইস রেস্ট্রিকশন (আইসিডিআর) ব্যবস্থা চালু হচ্ছে।
চুরি হলে বা হারিয়ে গেলে ফোনটি ট্র্যাক করার জন্য আইএমইআই নম্বর জানাতে হয়। আইসিডিআরে ট্র্যাক করা ছাড়াও ফোনটিকে ব্লক করে দেওয়া যাবে। অর্থাত্, ফোনটি থেকে সিম খুলে ফেললেও আইএমইআই নম্বর দিয়ে ব্লক করে দেওয়া যাবে ডিভাইসটিকেই। এর ফলে, চুরি হওয়া বা হারিয়ে যাওয়া ফোন এবং তার মধ্যে থাকা তথ্য আরও বেশি সুরক্ষিত থাকবে বলে মত অভিজ্ঞ মহলের।  

9th     February,   2020
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ