বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর

বোরো ও রবিশস্য চাষের প্রস্তুতি
শুরু, জল নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

গণেন্দ্র বন্দ্যোপাধ্যায়, বর্ধমান: জেলায় আমন ধান ঘরে তোলার কাজ চলছে। এরই মধ্যে বোরো ও রবিশস্য চাষের প্রস্তুতি শুরু হয়েছে। বোরো চাষের জন্য বীজতলা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। জেলার গলসির বিভিন্ন এলাকায় বোরোর বীজতলা তৈরির জন্য জমিতে চাষ দেওয়া শুরু হয়েছে। বোরো চাষের জন্য প্রস্তুতি তুঙ্গে। তবে, বোরো চাষের জন্য জল মিলবে কি না, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন গলসির চাষিরা। জল নিয়ে কিছুটা চিন্তিত তাঁরা। সেচের জল মিলবে কি না, সরকার সে ব্যাপারে এখনও সুস্পষ্ট করে কিছু না জানানোয় দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। যদিও সরকারি স্তরে জল মেলার ব্যাপারে চাষিদের আশ্বস্ত করা হয়েছে।
গলসির রামগোপালপুরের সন্টু মণ্ডল, হরেকৃষ্ণ রায় বলেন, বোরোয় জল মিলবে কি না, তা বুঝতে পারছি না। সব জায়গায় বীজতলা তৈরির কাজ চলছে। আমরাও বীজতলা তৈরির কাজ শুরু করেছি। করোনার জন্য এমনিতেই চাষের অবস্থা খারাপ। এবার আমনের ফলন কিছুটা কম হয়েছে। বোরো চাষেও ভালো খরচ হবে। পাম্পের সাহায্যে জল দিয়ে বীজতলা তৈরির কাজ হচ্ছে। প্রতিবছর সরকার দেরি করে জল দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানায়। জল না মিললে চাষিরা ক্ষতির মুখে পড়বেন। আগেভাগে জানতে পারলে চাষিরা বোরো চাষের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। দেরি করে ঘোষণার জন্য সমস্যায় পড়তে হয়। টোটন মল্লিক নামে এক চাষি বলেন, আগেরবার জল মেলেনি। বীজতলা তৈরি করেছিলাম। পরে জল দেওয়া হবে না বলে জানতে পারি। বীজতলা তৈরি করতে গিয়ে আমার ৭-৮ হাজার টাকা ক্ষতি হয়। সরকার আমন ধান কাটার সঙ্গে সঙ্গে বোরো চাষের জল দেওয়ার ব্যাপারে ঘোষণা করলে চাষিদের সুবিধা হতো। অযথা বীজতলা তৈরির জন্য খরচ করতে হতো না। পাম্প সেট দিয়ে জল এনে বীজতলা তৈরি করছি। আমার মতো অনেকেই জল মিলবে কি না  তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল বলেন, পর্যাপ্ত জল রয়েছে। জলের অভাব হবে না। জলের বিষয়ে ১৪ ডিসেম্বর সার্কিট হাউসে ৫টি জেলাকে নিয়ে মিটিং আছে। সেখানেই সেচের জলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

9th     December,   2020
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ