বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

শ্রীদেবীর স্বাভাবিক মৃত্যু হয়নি: বনি কাপুর

অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু আজও রহস্যে ঘেরা। ২০১৮ সালে হঠাৎই এসেছিল অভিনেত্রীর মৃত্যুর খবর। সেই থেকেই তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে নানা মহলে। শ্রীদেবীর স্বামী বনি কাপুরের বিরুদ্ধেও উঠেছে নানান প্রশ্ন। এত বছর পর স্ত্রীর মৃত্যু নিয়ে প্রথম মুখ খুললেন বনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়নি। ওটা দুর্ঘটনা ছিল। আমি এতদিন এই বিষয়ে মুখ খুলিনি। কারণ তদন্ত প্রক্রিয়া চলাকালীন আমাকে প্রায় ৪৮ ঘণ্টা এবিষয়ে কথা বলতে হয়েছিল। লাই ডিটেকটর টেস্টও করা হয়। অনেক প্রশ্নের উত্তর দেওয়ার পর তদন্তকারীরা বিশ্বাস করেছিলেন আমি নির্দোষ। দুর্ঘটনার ফলেই ওর মৃত্যু হয়েছে।’ বাথটবে কীভাবে প্রাণ হারান অভিনেত্রী? বনির ব্যাখ্যা, ‘পর্দায় আকর্ষণীয় দেখানোর জন্য প্রায়ই উপোস করত শ্রীদেবী। এর জন্য মাঝেমাঝেই মাথা ঘুরে পড়ে যেত ও। নাগার্জুনের সঙ্গে কাজ করার সময়ও একবার উপোসের জেরে অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল। এর জন্য ওর দাঁতও ভেঙে যায়। সেদিনও হয়তো তেমন কিছুই ঘটেছিল। চিকিৎসক জানিয়েছিলেন ওর রক্তচাপ কমে গিয়েছিল।’ পাশাপাশি ছেলে অর্জুন কাপুরের কেরিয়ার নিয়েও কথা বলেছেন বনি। তাঁর কথায়, ‘প্রত্যেকের আলাদা জার্নি রয়েছে। অর্জুন এখনও কেরিয়ারের সাফল্যের চূড়ায় পৌঁছতে পারেনি। তবে আমি ওর পাশে সর্বদা রয়েছি। নতুন ধারার চরিত্র করার সুযোগ পাচ্ছে ও। ‘সিংহম ৩’-তে প্রথমবার খল চরিত্রে কাজ করবে অর্জুন। দেখা যাক ছবিটিতে ওর চরিত্র কতটা দাগ ফেলতে পারে।’

4th     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ