বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

চার হাত এক

অপেক্ষার অবসান। অবশেষে চার হাত এক হল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। একজন অভিনেত্রী। অন্যজন রাজনীতির কুশীলব। এহেন যুগলের বিয়ে তো রাজকীয় হবেই! রবিবার রাজস্থানের উদয়পুরে সাতপাকে বাঁধা পড়লেন তাঁরা। হাইভোল্টেজ বিয়েকে কেন্দ্র করে প্রথম থেকেই অনুরাগীদের কৌতূহল ছিল তুঙ্গে। রাঘব আম আদমি পার্টির সাংসদ, তাই তাঁর বিয়েতে  রাজনৈতিক নেতাদের সমাগম হবে, তা জানাই ছিল। উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। কনে পক্ষ থেকেও কম চমক ছিল না। বলি পাড়ার জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা চলে এসেছিলেন সকাল সকাল। তাঁর ডিজাইন করা পোশাকেই সেজে উঠেছিলেন দম্পতি। টেনিস তারকা সানিয়া মির্জা ও পরিণীতির বন্ধুত্ব সর্বজনবিদিত। তাই সানিয়াও উপস্থিত ছিলেন বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন সস্ত্রীক হরভজন সিং। যদিও বোনের বিয়েতে আসতে পারেননি দিদি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও জামাইবাবু নিক। উদয়পুরে পৌঁছনো সত্ত্বেও পারিবারিক সমস্যার কারণে বিয়ের অনুষ্ঠানে যোগ না দিয়েই মুম্বই ফিরে যেতে হয় প্রযোজক-পরিচালক করণ জোহরকে।
বিয়ের আগে আয়োজন করা হয়েছিল সঙ্গীতের অনুষ্ঠান। সেখানে পারফর্ম করেন নামজাদা গায়ক নবরাজ হংস। পরিণীতির মেহেন্দি অনুষ্ঠানে পারফর্ম করেন গায়িকা ডলি সিধু। নয়ের দশকের থিম পার্টির আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে। রাঘব-পরিণীতির কালো পোশাক পরা ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিয়ের দিন ‘সেহরাবন্দি’ সম্পন্ন করে শুরু হয় বিয়ের মূল অনুষ্ঠান। ছাদনাতলা সাজানো হয়েছিল দ্য লীলা প্যালেসে। সেখানে পিচোলা হ্রদের মাঝে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ওয়েডিং। হোটেল লেক প্যালেস থেকে লীলা প্যালেসে বরযাত্রীরা যান  নৌকাযোগে। ঐতিহ্যবাহী রীতি মেনে বিয়ের যাবতীয় অনুষ্ঠান সারা হয়। বিয়ের পর আয়োজিত হয়েছিল ‘বিদায়ী’ অনুষ্ঠান। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির ‘কবিরা’ গান বাজানো হয় এই সময়।
বিবাহ পর্বের পরবর্তী রীতিরেওয়াজ আয়োজিত হয়েছিল তাজ লেক প্যালেসে। আমন্ত্রিতদের জন্য এদিন রাতে একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন দম্পতি। সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ ঢেকে ফেলা হয় নিরাপত্তার কড়া বেষ্টনীতে। পাঞ্জাবি ছাড়াও ইতালিয়ান খাবার ছিল মেনুতে।

25th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ