বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

‘ভালোবেসে টেলিভিশন’

মানসী নাথ: পারিবারিক পরিচিতির গৌরব মাথায় নিয়েই স্বতন্ত্র পরিচিতি তৈরির পথে হাঁটছেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন। দাদু এন বিশ্বনাথন। বাবা জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অশোক বিশ্বনাথন এবং মা অধ্যাপিকা তথা সংবাদপাঠিকা মধুমন্তী মৈত্র। গুরুজনরাই তাঁর আদর্শ। থিয়েটার, সিনেমা, ওয়েবের পর এবার  তাঁর ছোটপর্দায় পা। স্টার জলসার ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা’য় তাঁর চরিত্রের নাম তোতা। 
‘বাবা, মায়ের নাম অবশ্যই চাপ সৃষ্টি করে। ছোট থেকেই সবসময় ওদের নাম উজ্জ্বল করার চেষ্টা করছি। আজও নিজের মতো করে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি,’ শুরুতেই বললেন অনুষা। ইংরেজি নিয়ে যাদবপুর থেকে পড়াশোনা করেছেন তিনি। থিয়েটার দিয়ে অভিনয়ে জীবন শুরু। পেশাগত অনিশ্চয়তার কারণেই প্রথম দিকে তাঁর এই পেশায় আসা নিয়ে বাবা-মায়ের পূর্ণ সমর্থন ছিল না। ‘এখন আমার কাজ নিয়ে বাবা-মা খুব খুশি। দিদা তো সবসময় টিভিতে চোখ রেখে বসে থাকেন। যাতে আমার একটাও প্রোমোও মিস না হয়। তবে আমার মনে হয় দাদু বেঁচে থাকলে বোধহয় আমার কাজ দেখে সবথেকে বেশি খুশি হতেন,’ খানিকটা আবেগপ্রবণ অনুষা। 
অনুষার কেরিয়ারগ্রাফে নজর দিলে ছবি নির্বাচনে বুদ্ধিমত্তার ছাপ চোখে পড়বে। ‘ধনঞ্জয়’, ‘অপরাজিত’, ‘বরুণবাবুর বন্ধু’, ‘ব্যোমকেশ ও হত্যামঞ্চ’, ‘জেনারেশন আমি’, ‘মিথ্যে প্রেমের গান’ রয়েছে তাঁর তালিকায়। সদ্য শেষ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘হাওয়া বদল টু’। মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ ‘দুর্গরহস্য’। এত কাজের ব্যস্ততার মধ্যে টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের সিদ্ধান্ত নিলেন কেন? অনুষার জবাব, ‘আমি থিয়েটার, সিনেমা, সিরিজ সবই করেছি। তাহলে ধারাবাহিক নয় কেন? অভিনেতা হিসাবে আমার তো সব মাধ্যমেই কাজ করা উচিত। সেই ভাবেই টেলিভিশনটা আমার জীবনের একদম নতুন অধ্যায়। যেটা আমি খুব ভালোবেসে করছি।’
পারিবারিক পরিচিতির সৌজন্যে ছবির জগতে আসা অনুষার পক্ষে খুব কঠিন হয়নি। হঠাৎ করেই সুযোগ আসে টেলিভিশনেও। ‘এই ধারাবাহিকের লেখিকা লীনা আন্টি (গঙ্গোপাধ্যায়) মাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি ছোটপর্দায় কাজ করতে আগ্রহী কি না। তারপর গল্পটা শুনি। আমার খুব পছন্দ হয়েছিল। গল্পটা মা-মেয়ের।’ 
এর আগে অভিনেত্রী অপরাজিতা আঢ্যর সঙ্গে বড়পর্দায় দু’টি ছবি করেছেন অনুষা। এই ধারাবাহিকে অপরাজিতা তাঁর মায়ের চরিত্রে অভিনয় করছেন। খুব সহজেই মা-মেয়ের কেমিস্ট্রি গড়ে উঠেছে, একথা মানলেন অভিনেত্রী। আবার বাস্তবে অনুষার সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক বন্ধুর মতো। বললেন, ‘মা আমার ভালো বন্ধু। তবে, আমি মায়ের সঙ্গে শুধুই বন্ধুত্বে বিশ্বাসী নই। কারণ আমার মনে হয় মা যেমন বন্ধু হবে তেমনই মা-ও হবে। মা আমার সবচেয়ে বড় সাপোর্টার। যখন রাত করে বাড়ি ফিরি মা জেগে থাকে। আমি সকালে কী খাব, কাজে কী কী নিয়ে যাব, সব বিষয়ে সবসময় নজর রাখে। সবসময় মাকে পাশে পাই।’
 ছবি: দীপেশ মুখোপাধ্যায়

25th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ