বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

৯০০ কোটি ছাড়িয়ে গেল শাহরুখের জওয়ান

মুম্বই: বক্স অফিসের সব রেকর্ড কার্যত ধুলিস্যাৎ করে দিল শাহরুখ খানের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি জওয়ান। মুক্তির দিনেই দেশে ৭৫ কোটির ওপেনিং ও বিশ্বব্যাপী ১২৩ কোটি কামাই করে প্রথমেই নজির গড়েছিল এটি। এবার অ্যাটলি পরিচালিত সিনেমাটি আরও বড় মাইলফলক অতিক্রম করল। জওয়ানের বক্স অফিস সংগ্রহ ছাড়িয়ে গেল ৯০০ কোটি টাকা। সিনেমাটি শুধু দেশীয় পেক্ষাগৃহগুলি থেকেই ৫১৮ কোটি টাকা আয় করেছে বলে খবর। ১৪তম দিনেও সিনেমাটি ১০ কোটি টাকা কামিয়েছে। সিনেমাটির গোটা দুনিয়ায় গ্রস কালেকশন এখন ৯৭৫ কোটি টাকা। অর্থাৎ আর মাত্র ২৫ কোটি টাকা কামালেই সিনেমাটি ১০০০ কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে। আর এত কম সময়ে এই আয় সত্যিই বলিউডে রেকর্ড। জওয়ানের বক্স অফিস রিপোর্ট বলছে, মুক্তির ২ সপ্তাহ পেরিয়ে গেলেও জওয়ানের দৈনিক আয় একক সংখ্যায় এসে ঠেকেনি। এটিও একটি নজির বলা চলে। বিশেষজ্ঞদের মতে, এরকম আরও কিছুদিন চলবে।

21st     September,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ