বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

অভিনব ফ্যাশন শো: বারাণসীতে গঙ্গার তীরে আয়োজিত একটি ফ্যাশন শো-এ অংশ নিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী কৃতী শ্যানন। ছবি: পিটিআই

আকাশে উজ্জ্বল 
সন্ধ্যাতারা

এক জীবনে অনেক জীবনের স্বাদ পাওয়ার সুযোগ যে পেশায় রয়েছে, তার নাম অভিনয়। সে কারণেই একই ধরনের চরিত্র থেকে বেরিয়ে আসার সচেতন চেষ্টা থাকে শিল্পীদের। ব্যতিক্রম নন অন্বেষা হাজরাও। কিছুদিন আগেও ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে অন্বেষার অভিনয় দেখবেন বলে অপেক্ষায় থাকতেন দর্শক। সে পথ শেষ হয়েছে। এবার নতুন জার্নি। এবার অন্বেষার দেখা মিলবে ‘সন্ধ্যা’ চরিত্রে। সৌজন্যে স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’। শটের ফাঁকে অন্বেষা বললেন, ‘আমার আগের চরিত্রগুলো থেকে সন্ধ্যা একদম আলাদা। সেই কারণেই এই ধারাবাহিক বেছে নিলাম। সাহানা দত্তের চিত্রনাট্য এই ধারাবাহিকে কাজ করার আরও একটা কারণ।’ 
আসন্ন এই ধারাবাহিক আদতে দুই বোনের গল্প। সন্ধ্যা এবং তারা। ‘তারা’র ভূমিকায় অভিনয় করবেন অমৃতা দেবনাথ। দীর্ঘ সাত বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন তিনি। প্রথমবার যুগ্মভাবে নায়িকা চরিত্রে কাজ করছেন। সে কারণেই আগের থেকে দায়িত্ব কিছুটা বেড়েছে বলে স্বীকার করলেন অভিনেত্রী। ‘আগেও দায়িত্ব ছিল। হয়তো এবার আরও একটু বাড়ল।’ অন্বেষার মতো জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করা তাই অমৃতার কাছে চিন্তার নয়, বরং তা সুবিধা হিসেবেই দেখছেন তিনি। ‘কোনও বাড়তি চাপ নেই। মনে হচ্ছে আমি আর অন্বেষা সেটে কাজ করছি না, শুধুই মজা করছি’, বললেন অমৃতা। 
পর্দার বাইরে যতই ভাব থাক, গল্পে দুই বোনের পারস্পরিক বোঝাপড়ায় হয়তো চিড় ধরাবেন গল্পের নায়ক ‘আকাশ’। নায়কের জীবনে সন্ধ্যা এবং তারার সহাবস্থান কীভাবে হবে, সেটাই প্রশ্ন। আপাতত ধারাবাহিকের নায়ক নবাগত সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়ও সে প্রশ্নের সমাধান করতে পারলেন না। ‘আকাশের শহর এবং গ্রাম দুই জায়গার সঙ্গেই যোগ রয়েছে। গল্পটা গ্রাম থেকে শুরু। প্রথমবার মেগায় অভিনয় করছি’, বলছিলেন সদ্য কর্পোরেটে চাকরি ছেড়ে অভিনয়ে আসা সৌরজিৎ। তাঁর সংযোজন, ‘ছোট থেকেই অভিনয় করতে চেয়েছি। তাই চাকরিটা ছাড়লাম।’ আগামী ১২ জুন থেকে এই নতুন জার্নির সাক্ষী থাকবেন দর্শক।
মানসী নাথ

8th     June,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ