বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

‘পরিণত’ শুভস্মিতা

সোশ্যাল অ্যানথ্রোপলজি মেয়েটির চর্চার বিষয়। মেয়েটি বর্ণা। বাঙালি মধ্যবিত্ত শহুরে গৃহবধূদের নিয়ে গবেষণা করেন। সুমন্ত্র রায়ের পরিচালনায় ‘ঘাসজমি’ সদ্য মুক্তি পেয়েছে। সেখানে বর্ণা ওরফে অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের দেখা পাবেন আপনি। টেলিভিশনের পর্দায় ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে আবার শুভস্মিতার অন্য পরিচয়।
‘কুলের আচার’, ‘চেঙ্গিস’-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শুভস্মিতা। কিন্তু মুখ্য চরিত্র এই প্রথম। তাঁর কথায়, ‘এই ছবিটার শ্যুটিং হয়েছিল প্রায় তিন বছর আগে। পরিচালক দৃশ্যগুলো নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু টেকনিক্যাল কিছু না বুঝে যেমন আমার মনে হয়েছিল, তেমন করেছিলাম।’  
অভিনয় এখন শুভস্মিতার কাছে নিত্যদিনের চর্চার বিষয়। এই ছবির অফার এখন এলে কি ভালো হতো? অভিনেত্রী বললেন, ‘প্রথমত, যদি এখন শ্যুটিং হতো, আমি হয়তো আরও ভালো করতে পারতাম। কারণ এখন আমি আরও পরিণত। আর দ্বিতীয়ত, তখন যে ইনোসেন্স ছিল, সেটা আজ ফুটিয়ে তুলতে পারতাম না। ফলে তখন যে কাজটা করেছি তাতে আফসোস না করে এনজয় করাই ভালো।’
টেলিভিশনে টিআরপি-র চাপ সব শিল্পীর উপরই থাকে। সেটা কীভাবে সামলান? শুভস্মিতার উত্তর, ‘নিজের কাজ ফিরে দেখলে পরিবর্তটা বুঝতে পারি। টিআরপি অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু কেউ ভালো অভিনেতা কি না, তার সঙ্গে টিআরপি-র কোনও সম্পর্ক নেই।’ 

6th     June,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ