বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

ছোটদের অভিনয়

সন্দীপন বিশ্বাস: দিন কয়েক আগেই গিরিশ মঞ্চে অভিনীত হল তিনটি একাঙ্ক নাটক। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কাহিনি অনুসরণে ‘ঝানু চোর চানু’, আন্তন চেকভ অবলম্বনে ‘গিরগিটি’ এবং সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের নাট্যরূপ ‘হীরক রাজার দেশে’ উপভোগ করলেন দর্শক। অভিনয়ে ছিল ‘কলকাতা এসো নাটক শিখি’র খুদে শিল্পীরা। 
প্রথম নাটকে নামকরা দুঁদে চোর ঝানু জমিদারের মেয়েকে বিয়ে করতে চায়। জমিদার তার একটা চুরির পরীক্ষা নেন। পাশ করলে মেয়ের সঙ্গে তার বিয়ে দেবে, এই ছিল শর্ত। পাশ করার পর আরও একটা কঠিন চুরির দায়িত্ব দেন জমিদার। সেটা কীভাবে সে পাশ করল, তাই নিয়ে বেশ মজার নাটক এটি। নাট্যরূপ ডাঃ তাপস দাস। নির্দেশনা সঞ্জিৎ ভৌমিক। অভিনেতাদের প্রত্যেকেরই বয়স ১০ বছরের কম। ভালো লেগেছে চানুর ভূমিকায় অনীক দেবনাথের অভিনয়। এছাড়া আর্যব্রত কুণ্ডু, অস্মি সেন, সুকৃতি সাহা, শ্রীজিৎ মণ্ডল, শ্রীমন্তী চক্রবর্তী ভালো অভিনয় করেছে।   
‘গিরগিটি’ একটি সমাজমনস্ক নাটক। সমাজের দ্বিচারিতা এখানে ফুটে উঠেছে প্রতিটি দৃশ্যে। একটি ছোট্ট ছেলের মধ্য দিয়ে সমাজরক্ষকদের রংবদলের গল্প বলা হয়েছে। বিরাট মহাপাত্র, সমুদ্র নাথ, সুস্মিত মণ্ডল, সায়ন ভাওয়াল, অমৃত সরকারের অভিনয় মনে থাকবে। 
সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’র গল্প নতুন করে বলার নেই। অত্যাচারী হীরক রাজাকে কীভাবে গুপী-বাঘা জব্দ করল, তারই মঞ্চায়নে আদিত্য ভট্টাচার্য, দীপ ভট্টাচার্য, অর্ক চক্রবর্তী, অরিত্রিকা বসাক, সৌম্যজিৎ কুণ্ডু, প্রান্তিক গাজির অভিনয় প্রশংসনীয়। বিশেষ করে নাম বলতে হয় গুপী ও বাঘার ভূমিকায় শৌনক চৌধুরী ও আদর্শ পাটয়ার। গানগুলিও সুন্দরভাবে পরিবেশিত হয়েছে। 

31st     May,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ