বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

টলিউডে  ঝুঁকি নেওয়ার লোক কম

স্বরলিপি ভট্টাচার্য: ভারতলক্ষ্মী স্টুডিওতে সেদিন সকালের চেনা ব্যস্ততা সবে আড়মোড়া ভাঙছে। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার প্রাতরাশ সারছেন সেটের বাইরে বসে। অভিনেত্রী শ্রুতি দাস মেকআপ রুমে। সেটের ভিতর আলো করছেন টেকনিশিয়ানরা। শট শুরু হবে। একটা চেয়ারে বোঝাই করা পোশাকের স্তূপ। তা সরিয়ে বসতে হল। মেকআপ সেরে ঢুকলেন শ্রুতি। ‘একটা মাস্টার শট দিয়েই চলে আসছি’, বলে ফ্লোরে ঢুকলেন। মিনিট পনেরো পর সামনে এসে যিনি বসলেন তিনি শুধুমাত্র জি বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র নন। কাটোয়ায় ফেলে আসা শৈশব, কৈশর কাটানো সেই পাশের বাড়ির মেয়েও বটে।
‘রাঙা বউ-এর রেসপন্স খুব ভালো জানেন। কোনও অনুষ্ঠানে বা কোথাও বেড়াতে গেলে বুঝতে পারি সকলের ভালো লাগছে। সম্প্রতি কয়েকটা বিয়েবাড়ি ছিল। সেখানে রীতিমতো এপিসোড ধরে ধরে গল্প বলে দিচ্ছে সকলে। সবটাই মুখস্থ দর্শকের’, পরিশ্রমী স্বর শ্রুতির। ‘ত্রিনয়নী’ ছিল তাঁর প্রথম ধারাবাহিক। তারপর ‘দেশের মাটি’। সেই ধারাবাহিক শেষ হওয়ার দীর্ঘ এক বছর শ্রুতির হাতে কোনও কাজ ছিল না। ‘ওই এক বছরে বুঝে গিয়েছি অভিনেতাদের জীবন কতটা অনিশ্চিত। আর আমার স্ট্রাগল আরও আলাদা। কারণ অনেক কম বয়সে আমি মা, বাবার দায়িত্ব নিয়ে কলকাতার মতো বড় শহরে ভাড়া থাকি। আমার একটা মাসিক রোজগারের খুব দরকার। আমি চাইলেই নাচ শিখিয়ে রোজগার করতে পারি। কিন্তু ফোকাস সরে যাওয়ার ভয় পাই। এখন অভিনয়েই মনোনিবেশ করতে চাই’, বললেন শ্রুতি। 
স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে শ্রুতির প্রেমের সম্পর্কের কথা এখন আর অজানা নয়। তা নিয়েও নাকি ইন্ডাস্ট্রিতে বাঁকা কথা শুনতে হয় তাঁকে। শ্রুতি বললেন, ‘আসলে অনেক চেনা মুখ বদলে যেতে দেখেছি। ধরুন, কোনও অনুষ্ঠানে গিয়েছি। সেখানে আমাকে খুব খারাপ ভাবেই বলেছে ‘স্বর্ণদা এতজনকে কাজ দেয়, তোকে একটা কাজ দেয় না?’ যখন ‘রাঙা বউ’ সই করি, তখনও বলেছে ‘সেই তো স্বর্ণদা কাজ দিল, এতদিন পরে কেন দিল?’ আসলে কাজটা আমাকে জি বাংলা দিয়েছে।’   
কাটোয়ায় একরকম পরিবেশ দেখে অভ্যস্ত ছিলেন শ্রুতি। কলকাতায় কাজ করতে এসে অবাক হয়েছেন। কারণ? অভিনেত্রী বললেন, ‘আমি ভাবতাম ছোট শহরে থাকি। সেখানে লোকে ভালো করে কথা বলতে জানে না। এখানে দেখলাম বেশি কুয়োর ব্যাঙ আছে। হিংসা, পা ধরে টেনে নামানো এখানে অনেক বেশি। কারণ এখানে প্রতিযোগিতা বেশি। ‘ভালো লোক ধরেছে’, একথাটা আমি বহুবার শুনেছি। যখন কাজ ছিল না, এই মানুষটাই মোটিভেট করেছিল। ও কাউকে বলেনি শ্রুতির কাজ নেই, একটা কাজ দাও।’
বরাবরই তাঁর অভিনয় সকলের ভালো লাগুক, চেয়েছেন শ্রুতি। কিন্তু টেলিভিশনে টিআরপির কথাও তো মাথায় রাখতে হয়? স্পষ্ট বললেন, ‘টিআরপি গুরুত্বপূর্ণ। কারণ টিআরপি বাড়লে সিরিয়ালের আয়ু বাড়বে।’ টেলিভিশনের বাইরে এখনও শ্রুতিকে অন্য কাজে দেখেননি দর্শক। কারণ? শ্রুতির জবাব, ‘তিনটে ওয়েব আর একটা ছবির অফার পেয়েও হাতছাড়া হয়ে যায়। শেষ মুহূর্তে জানতে পারি নির্মাতাদের মনে হয়েছে শ্রুতির মধ্যে ফ্রেশনেস নেই। ফ্রেশনেসের সংজ্ঞা কী বলতে পারেন? টলিউডে আসলে ঝুঁকি নেওয়ার লোক কম। শ্রুতি মানেই কেন কালো গরিব মেয়ে? বড়লোকের শিক্ষিত মেয়েরা কালো হয় না? এটা আমার ইন্ডাস্ট্রির কাছে প্রশ্ন।’ 
লড়াই করে পায়ের তলার জমি শক্ত করতে জানেন শ্রুতি। আড্ডার শেষে বললেন, ‘আমি জানি কালকের দিন মানে একটা নতুন সুযোগ।’  

31st     May,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ