বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

‘সকলকেই রাজনীতির
মধ্যে থাকতে হয়’

সৌরভ চক্রবর্তী পরিচালিত ‘হইচই’-এর ওয়েব সিরিজ ‘রাজনীতি’র কেন্দ্রীয় চরিত্র কৌশিক গঙ্গোপাধ্যায়। রাজনীতি নিয়ে তাঁর পর্যবেক্ষণের কথা শোনালেন।

• রাজনীতি কি ক্ষমতায়নের গল্প? 
•• একটা চেয়ারকে ঘিরেই  রাজনীতি আবর্তিত হয়। এই সিরিজে সেই চেয়ারের বর্তমান মালিক রথীন বন্দ্যোপাধ্যায়। পরিবারের কর্তাও। এটা পুরুষতান্ত্রিক সমাজের স্বঘোষিত ক্ষমতায়ন। পরিবারের মহিলারা সব সময় পার্শ্ব চরিত্র। অন্দরমহলের এই অভিমানটাই  আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপট তৈরি করে। একজন রাজনৈতিক নেতার কাছে চেয়ারটা এতই বড় যে, তার মাপকাঠি স্ত্রী, কন্যার থেকেও বেশি।
• রাজনৈতিক ছবি বলে কি আলাদা কিছু হয়? 
•• প্রত্যেকটি মধ্যবিত্ত মানুষের জীবন রাজনৈতিক।  রাজনীতির মধ্যে একটা পুনরাবৃত্তি আছে। সেটার থেকে বেরিয়ে আসার জন্য সাধারণ মানুষ বলে আমি রাজনীতিতে নেই। অথচ আলু, পেট্রোল, ওষুধ সব কিছুর মধ্যে রাজনীতি জড়িয়ে আছে। তাই আমার কাছে সব ছবিই রাজনৈতিক। 
• তবু বাংলায় ‘রাজনৈতিক’ ছবি হচ্ছে না কেন? 
•• ভারতবর্ষে তো নেই-ই। আমাদের এখানেও রাজনৈতিক ছবি তৈরি করার মতো পরিস্থিতি নেই। কারণ, রাজনৈতিক ছবির মুখোমুখি হতে গেলে যে প্রাপ্তমনস্কতা লাগে তা আমাদের এখানে নেই। 
• সিনেমা কতটা রাজনীতির উপর প্রভাব ফেলতে পারে? 
•• সিনেমা কিছুই পারে না। এটা যত দিন যাচ্ছে, আমি তত বিশ্বাস করছি। আমরা দাঙ্গা, সন্ত্রাস, কাঁটাতার নিয়ে ছবি করে কোনও কিছু কি মুছতে পেরেছি? 
• রাজনৈতিক ছবি করেননি কেন? 
•• আমার হয়তো অন্যভাবে মানুষের গল্প বলতে ইচ্ছে হয়েছে। যে কারণে আমি ‘অর্ধাঙ্গিনী’র মতো ছবি তৈরি করছি। মনের অন্দরমহলে ঢুকে সেখানকার হিউম্যান পলিটিক্সটা দেখতে ইচ্ছে করছে। মানুষে মানুষে বা দুটো নারীর মধ্যে কেমন সম্পর্ক তৈরি হয়? সেখানে কোন রাজনীতি কাজ করছে? 
• নতুন ছবি ‘অসুখ বিসুখ’-এ কমেডি ঘরানায় ফিরছেন, কোনও নির্দিষ্ট কারণ? 
•• এটা ঠিক ফেরা নয়, রিলাক্সেশন। আমি তো কাউকে কথা দিইনি যে, সিরিয়াস ছবিই বানাব। আমার 
কোনও দায়বদ্ধতা নেই। নিজের আনন্দে ছবি করি। আমি নিজে একজন রসিক মানুষ। গুরুগম্ভীর চিত্র পরিচালক হয়ে একেবারেই বাঁচতে চাই না। 
• রাজনীতির শিকার হয়েছেন কখনও? 
•• রাজনীতি নয়, পরিস্থিতির শিকার বলতে পারি। আমাদের সকলকেই রাজনীতির মধ্যে থাকতে হয়। মনে আছে একবার একটি রাজনৈতিক দলের হয়ে প্রচারে গিয়েছিলাম। দেড় দিন ছিলাম। বক্তৃতা করেছিলাম। সেখানকার উন্মাদনা, পরিবেশ আমাকে নাড়া দিল না। তখনই বুঝেছিলাম রাজনীতি আমার ক্ষেত্র নয়। ভবিষ্যতে কী হবে জানি না। 
• কখনও রাজনীতি করেছেন? 
•• আমি ভীতু মানুষ। রাজনৈতিক নেতাদের মতো বুক চিতিয়ে বলার সাহস নেই। তাই আড়ালে থেকে ছবির মধ্যে আমার রাজনৈতিক মতামত বলার চেষ্টা করি (হাসি)। 
• আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে কতটা রাজনীতি হয়? 
•• আমাদের বাড়িতে কোনও রাজনীতি নেই। রাজনীতি সেখানে লাগে যেখানে মিথ্যে থাকে। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে, কেউ মিথ্যে কথা বলবে না। সে যত বড় বিপজ্জনক সত্যিই হোক না কেন। যদি সে সত্যিটা অপ্রিয় হয়, ওখানেই শেষ হয়ে যায়। কাজেই মিথ্যেকে আড়াল করতে গিয়ে যে রাজনীতি করতে হয়, সেটা আমাদের পরিবারে নেই।
প্রিয়ব্রত দত্ত

30th     May,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ