বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

অভিনব ফ্যাশন শো: বারাণসীতে গঙ্গার তীরে আয়োজিত একটি ফ্যাশন শো-এ অংশ নিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী কৃতী শ্যানন। ছবি: পিটিআই

স্বপ্ন সফর

স্বপ্নের মতো সফর। এই মুহূর্তে ঈশিতা অরুণের কেরিয়ারগ্রাফকে বোঝাতে এই বাক্য যথেষ্ট। ভেঙ্কটেশ ও রানা দুগ্গাবতীর সঙ্গে অভিনীত সিরিজ ‘রানা নাইড়ু’র সাফল্যের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই মুক্তির অপেক্ষায় সাংবাদিক জিগনা ভোরার আত্মজীবনী নিয়ে তৈরি ক্রাইম সিরিজ ‘স্কুপ’।  পরিচালক হংসল মেহতার এই সিরিজে ইমরানের (মহম্মদ জিশান আয়ুব) স্ত্রী নেলির চরিত্রে অভিনয় করেছেন ঈশিতা। তাঁর কথায়, ‘সিরিজে চরিত্রটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। সবার জীবনেই একটা নীতি-কম্পাস থাকে। সাংবাদিক ইমরানের জীবনে সেই ভূমিকা পালন করে তাঁর স্ত্রী, নেলি। স্ত্রীর কথাতেই তিনি সত্যের জন্য লড়াই শুরু করেন।’ 
হংসলের সঙ্গে প্রথম কাজেই তাঁর অনুরাগী হয়ে উঠেছেন ঈশিতা। কোভিডের কোপে ধাক্কা খেয়েছিল ‘স্কুপ’-এর প্রস্তুতি। অচেনা পিচে ব্যাটিং করতে নামার মতোই বুকে ধুকপুকানি নিয়ে শ্যুটিংয়ে হাজির হয়েছিলেন ঈশিতা। কিন্তু প্রাথমিক সেই জড়তা কাটিয়ে দেন পরিচালক নিজেই। ‘আসলে হংসল স্যার কম কথা বলেন। কিন্তু একজন পরিচালককে কখন অভিনেতার প্রয়োজন, তা ভালোভাবে বোঝেন’, ঝর্ণার উচ্ছ্বাস ঈশিতার গলায়। 
অভিনেত্রী তথা গায়িকা ইলা অরুণ ঈশিতার মা। স্টারকিড হওয়ার সুবিধা অনেক। অস্বীকার করলেন না। কিন্তু তারপরও যাত্রাপথ খুব সহজ ছিল না। ঈশিতার সাফ কথা, ‘অনেকেই জিজ্ঞাসা করেন, ইলা অরুণের মেয়ে হওয়ার জন্য কোনও বাড়তি চাপ অনুভব করি কি না। এর উত্তর— না। কারণ মা আমার প্রতিদ্বন্দ্বী নন। রোল মডেল হিসেবে। মায়ের থেকে আমি প্রতিদিন শিখি।’
সুদীপ্ত রায়চৌধুরী

30th     May,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ