বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

আমি  প্রিভিলেজড

মানসী নাথ: ‘ছোটবেলা থেকে অনেকবার কলকাতায় এসেছি। তবে হিরো হওয়ার পর এবার প্রথম এলাম। তাই এবারের আসাটা বেশ অন্যরকম’, বলছিলেন নমশি চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী- যোগিতা বালির ছোট ছেলে। আগামী ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে নমশির প্রথম ছবি ‘ব্যাড বয়’। রাজকুমার সন্তোষীর পরিচালনায় এই ছবিতে নমশি জুটি বেঁধেছেন নবাগতা আমরিন কুরেশির সঙ্গে। 
কলকাতায় এসে প্রথম কী করলেন? নমশির উত্তর, ‘এসেই উত্তর কলকাতায় আমার পৈতৃক বাড়িতে গিয়েছিলাম। এখন সেখানে আমাদের পরিবারের কেউ থাকেন না। সরু গলিতে যেখানে দাদুর বাড়ি সেটাকে আধুনিক কলকাতার সঙ্গে মেলানো যায় না। মানুষ আমাকে অহংকারী ভাবতে পারেন কিন্তু ওখানকার পরিবেশ পরিস্থিতি কোনওটাই আমার ভালো লাগেনি। আমাকে ওখানে থাকতে বলা হলে আমি পারবো না। কারণ আমি তো মুম্বইয়ের মাড আইল্যান্ডের বাংলোয় জন্মেছি, বড় হয়েছি। আমি ওই বাড়ি গিয়েছি শুনে পিসিরা খুব খুশি হয়েছে। ভাবতে অবাক লাগে বাবা ওই এঁদো গলি থেকে লড়াইটা শুরু করেছিলেন। আর আমি তো রাজপ্রাসাদ পেয়েছি। সেদিক থেকে আমি তো প্রিভিলেজড।’ কোনও লুকোচুরি নেই, অকপটে মনের কথা বললেন মিঠুন পুত্র। 
তারকাপুত্র হওয়ায় নমশির স্ট্রাগলটা কি অন্যদের তুলনায় কম? জবাবে নমশি বললেন, ‘আমার জার্নি শুরু ২০১৬ থেকে। বাবা বলেই দিয়েছিলেন তাঁর পরিচয় ব্যবহার করে বলিউডে কাজ চাওয়া যাবে না। কাজ খুঁজতে বেরিয়ে বুঝলাম বাবা-মায়ের পরিচয় ছাড়া আমি বিগ জিরো। অনেক অডিশন দিয়েছি। সকলে বলতো আমি হিরো মেটেরিয়াল নই। সেকেন্ড লিড হতে পারি। অডিশন থেকে বেরও করে দিয়েছে। তখন শর্টফিল্ম, থিয়েটার করেছি, স্ক্রিপ্ট লিখেছি, মুভি রিভিউ, কনটেন্ট রাইটিং করেছি। তিন বছর কাজ ছিল না। কিন্তু হাল ছাড়িনি।’ 
এই লড়াইয়ে মাকে সব সময় পাশে পেয়েছেন বলে জানালেন নমশি। তাঁর কথায়, ‘মা সবসময় আমাকে সাপোর্ট করেছে। এতকিছুর পরেও বলব বাবার তুলনায় আমার স্ট্রাগলটা কিছুই নয়।’ বাংলা বলতে না পারলেও ভালোই বুঝতে পারেন নমশি। 
বিউলির ডাল, আলু পোস্ত, চিংড়ি মাছ আর মিষ্টি দই প্রিয়। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন থেকে শুরু করে বর্তমান বাঙালি পরিচালকদের কাজের সঙ্গেও তিনি পরিচিত। ‘সুযোগ পেলে বাংলা আর তেলুগু ছবিতে কাজ করতে চাই’, বললেন তিনি। তারকা দম্পতির পুত্র হওয়ার সুবিধাকে স্বীকার করে নিয়ে নমশি বললেন, ‘বাবা-মায়ের সঙ্গে তুলনা তো হবেই। তবে সেটা এই মুহূর্তে ভাবতে চাই না। আমি নতুন। ভবিষ্যতে যদি অভিনয় করে সফল না হই তবে প্রযোজনা করতে পারি।’ ইতিমধ্যেই অভিনয়ের পাশাপাশি অমল গুপ্তের সঙ্গে একটি শর্টফিল্ম প্রযোজনা করেছেন নমশি।

30th     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ