বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

বন্ধুত্ব এবং প্রতিযোগিতা

সিনে ইন্ডাস্ট্রিতে দক্ষিণী ছবির দাপট ক্রমশ বেড়েই চলেছে। এবার শিরোনামে তেলুগু সুপারস্টার নানি। মুক্তির অপেক্ষায় তাঁর আসন্ন ছবি ‘দসরা’। সে ছবির বক্স অফিসের দিকে নজর রাখবেন সিনে বিশেষজ্ঞরা। ছবি মুক্তির আগে হালকা মেজাজে নানি বলেন, ‘পাঁচটি ভাষায় ছবিটি মুক্তি পাচ্ছে। কোনও ছবি দেশ জুড়ে মুক্তি পাওয়া মানে সেটা প্যান ইন্ডিয়া ছবি নয়। সারা দেশের দর্শক যে ছবিকে ঘিরে ভালোবাসা উজাড় করে দেবেন সেটাই প্যান ইন্ডিয়া ছবি।’ দক্ষিণী ছবির জনপ্রিয়তার প্রসঙ্গে নানি বলেন, ‘আসলে দক্ষিণের ছবির গল্প সাধারণ মানুষকে নিয়ে আর শিকড়ের সঙ্গে যুক্ত। এটাই হয়তো সাফল্যের কারণ। হিন্দিতে এখন এই ধরনের ছবি কম তৈরি হয়।’ তেলুগু ছবির দুনিয়ায় একঝাঁক সুপারস্টার এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছেন। রেষারেষি রয়েছে? নানির কথায়, ‘ইন্ডাস্ট্রিতে সাধারণত বন্ধুত্ব হয় না। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে একে অপরের সঙ্গে বন্ধুত্ব দেখে অনেকেই অবাক হন। স্কুলে পড়ার সময় বন্ধুদের সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি প্রতিযোগিতা থাকে। এখানেও তাই আছে।’ এসএস রাজামৌলি পরিচালিত ‘মক্ষী’ ছবিটি নানিকে দেশ জুড়ে পরিচিতি দিয়েছিল। তেলুগু ছবির দুনিয়ায় ১৫ বছর ধরে কাজ করছেন নানি। তারকাপুত্র না হওয়ার জন্য কী এই সফর কঠিন ছিল? নায়ক বললেন, ‘দেখুন, আমার পিঠে কোনও বোঝা ছিল না। অনেক স্বাধীন ভাবে কাজ করতে পেরেছি।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই

29th     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ