বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

ওয়ার্ড অব মাউথ গুরুত্বপূর্ণ

স্বরলিপি ভট্টাচার্য: মিসেস চোপড়া? না না। ‘মিসেস চ্যাটার্জি’। আরব সাগরের পাড় থেকে যাঁর ফোন এল, গত ১৭ মার্চ থেকে তাঁর এটাই নতুন পরিচয়। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র দেবিকা। অর্থাৎ রানি মুখোপাধ্যায়। ইতিমধ্যেই যাঁকে সিনেমা হলে দেখেছেন বহু দর্শক। ছবির সাফল্যের পর যখন ফোনে কথা হল, ওপারে মিসেস চোপড়া নন। রানিও নন। যেন আনন্দ ঝরে পড়ল ‘মিসেস চ্যাটার্জি’র গলায়। ‘এত ভালো রেসপন্স, আমার খুব আনন্দ হচ্ছে। শুধু এই ছবিটা নয়, যে কোনও ছবির ক্ষেত্রেই যখন সকলে ভালো বলেন, আমার ভালো লাগে। এত পরিশ্রম করি তো দর্শকের জন্যই। আমার অনুরাগীদের কখনও মন খারাপ হোক, তা চাই না। যাঁরা সময় করে ছবিটা সিনেমা হলে গিয়ে দেখেছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ।’
ছবি রিলিজের আগে চিন্তা ছিল রানির। যশরাজ স্টুডিওর মেকআপ রুমে বসে সেকথা স্পষ্ট বলেছিলেন। আর এখন বক্স অফিস কালেকশন দেখে তিনি খুশি। এই সাফল্যের পর তাঁর উপলব্ধি, ‘এখন একটা ফ্যাশনেবল কথা হয়েছে, ওটিটি কনটেন্ট। রিলিজের আগে অনেকে ভেবেছিলেন বোধহয় সিনেমা হলে গিয়ে দর্শক ছবিটা দেখবে না। তার উত্তর দর্শকই দিয়েছেন। ছবিটা থিয়েট্রিক্যাল হিট করিয়েছেন তাঁরাই। আর দেখুন, এই ছবির পোস্টার তো আর পাঁচটা ছবির মতো নয়। একজন মা এবং তাঁর সন্তানদের নিয়ে পোস্টার। এটা কোনও মশলা ছবি নয়, হাসির ছবি নয়। যেটা বহুলাংশে দর্শকের ভালো লাগে। এই ছবির বিষয় অত্যন্ত সিরিয়াস। তাও যে বহু মানুষ দেখেছেন, এতে আমি সত্যিই কৃতজ্ঞ। ওয়ার্ড অব মাউথে ছবিটা ভালো করেছে। এটা কিন্তু যেকোনও ছবির জন্যই গুরুত্বপূর্ণ।’
আপাতত বেশ স্বস্তিতে রানি। তাঁর কাজ ভালো লেগেছে দর্শকের। ‘কলকাতা আমায় সব সময় ভালোবেসেছে, আশীর্বাদ করেছে’, খুশি ধরা পড়ল গলায়। কবে শহরে আসছেন? ‘এবার সত্যিই কলকাতা যাওয়ার প্ল্যান করে ফেলব...।’

28th     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ