বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

ভাগ্যই সব ঠিক করে

মুক্তি পেয়েছে জিমি শেরগিল অভিনীত ‘অপারেশন মেফেয়ার’। ছবির জার্নি এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভাগ করে নিলেন অভিনেতা। 

ভালো গল্প প্রধান চাহিদা
১৯৯৬ সালে ‘মাচিস’ ছবির হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখেন জিমি। প্রায় ২৭ বছর বিনোদন জগতে কাটিয়ে এখনও চিত্রনাট্য বাছাইয়ের আগে গল্পকেই প্রাধান্য দেন। তারপর গুরুত্ব পায় চরিত্র, পরিচালক। তাঁর কথায়, ‘চিত্রনাট্য বেছে নেওয়ার প্রথম শর্ত হল ভালো গল্প। তারপর পরিচালকের সঙ্গে কথা বলি। তিনি কীভাবে, কোথায় শ্যুট করতে চাইছেন সেগুলো দেখি। চরিত্রও গুরুত্বপূর্ণ।’ 
ভাগ্যই সব
এত বছরের কেরিয়ার তাঁর। মুখ্য চরিত্রে অভিনয় না করেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন একাধিক ছবিতে। তবুও তাঁর মতো বহুমুখী প্রতিভা কি ব্রাত্য থেকে গিয়েছে ইন্ডাস্ট্রিতে? বিষয়টা একটু অন্যভাবে ব্যাখ্যা করে জিমি বললেন, ‘আমি যে কাজ পাচ্ছি, সেটাও তো এই ইন্ডাস্ট্রি থেকেই। মন দিয়ে কেবল নিজের কাজ করে যাই। প্রত্যেকের ভাগ্য আলাদা। নিয়তিই সবকিছু ঠিক করে দেয়।’ 
বাঙালি পরিচালক
সুজিত সরকার পরিচালিত ‘ইয়াহঁ’ ছবিতে প্রশংসা পেয়েছিলেন অভিনেতা। এই বাঙালি পরিচালককে দারুন পছন্দ জিমির। বললেন, ‘পরিচালক হিসেবে সুজিতকে ভীষণ পছন্দ আমার। ওর সঙ্গে দু’টি ছবিতে কাজ করেছি। ও অত্যন্ত বুদ্ধিমান। ছবিতে ওর গল্প বলার ধরন আমাকে মুগ্ধ করে।’ এই ছবির পরিচালকও বাঙালি। সুদীপ্ত সরকার। বাঙালিদের সঙ্গে কাজ করতে বরাবরই স্বচ্ছন্দ জিমি হেসে বললেন, ‘আবার একজন সরকার। সুদীপ্তও খুব বুদ্ধিমান। সত্যি ঘটনা অবলম্বনে ছবিটা তৈরি। ধরাবাঁধা গতে শ্যুটিং করেনি। প্রত্যেকটি ছোট ছোট বিষয়ে ওর নজর ছিল। এগুলো আমাকে খুব প্রভাবিত করেছে।’
ওটিটি অনেক শিখিয়েছে 
ওয়েব প্ল্যাটফর্ম প্রত্যেক অভিনেতার জীবনেই নতুন দরজা খুলে দিয়েছে। জিমিও ব্যতিক্রম নন। তাঁর ‘কলার বোম্ব’ দর্শকের পছন্দ হয়েছিল। অভিনেতার কথায়, ‘ওটিটিতে নতুন ধরনের চিত্রনাট্য নিয়ে কাজ করার সুযোগ থাকে। অভিনেতা হিসেবে নিজেকে আবিষ্কার করার সুযোগ থাকে। ওটিটির কাজে আনন্দ পেয়েছি।’ 
বাপ কা বেটা
জিমির ছেলে বীর ১৮-র তরুণ। তিনিও কি বাবার মতো অভিনেতা হতে চান? অভিনেতার সাফ জবাব, ‘বীর এখন পড়াশোনা করছে। কী করতে চায় সে সিদ্ধান্ত ওর। তবে অভিনয় করতে চাইলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আমি ওকে শেখাতে পারব।’ 
বাংলা ইন্ডাস্ট্রি
বহুবছর ধরে পাঞ্জাবি ও হিন্দি ইন্ডাস্ট্রিতে সফলভাবে কাজ করছেন অভিনেতা। বাংলায় কাজের ইচ্ছে প্রকাশ করে বললেন, ‘বাংলায় কাজের ইচ্ছে রয়েছে। অঞ্জন দত্তের সঙ্গে একটি ছবিতে কাজ করেছি। পুরো সিনেমাটা কলকাতায় শ্যুট হয়েছিল। প্রযোজকের সঙ্গে কিছু ঝামেলায় সেটি মুক্তি পায়নি। যদি কোনও পরিচালক আমাকে ভালো বাংলা ছবির অফার দেন, তবে আমি অবশ্যই করব।’  
 
শান্তনু দত্ত

 
সুদীপ্ত সরকার (পরিচালক)
জিমির অভিনয় ভালো লাগে। তাই ওঁকে নিয়েই কাজ করতে চেয়েছিলাম। জিমির অভিজ্ঞতা অনেক। আমাকে গাইড করেছেন। আমার এক পুলিস বন্ধু অ্যান্টনি খাটচাতুরিয়ান লন্ডনে কাজ করত। কিছু সত্যি ঘটে যাওয়া ক্রাইম সিচ্যুয়েশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। গল্পটা কাল্পনিক। কিন্তু কিছু সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। যেভাবে প্রযুক্তি এবং হিউম্যান ইন্টেলিজেন্স ব্যবহার করে লন্ডন পুলিস কাজ করে সেটা দেখিয়েছি আমরা।

27th     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ