ছেলের পরীক্ষা। মায়ের টেনশন। এ তো ঘর ঘর কি কহানি। ব্যতিক্রম নন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। ছেলে ঝিনুক এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। আজ, সোমবারই শেষ পরীক্ষা। তাই কয়েকটা দিন উদ্বেগেই কাটল মায়ের। এর মধ্যেও কাজের বিরতি নেই। রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ বিচারকের দায়িত্ব পালন করছেন। আবার পরিচালক শুভ্রজিৎ মিত্র, রাজর্ষি দে-র ছবি নিয়েও ব্যস্ত নায়িকা। দেবী চৌধুরানির চরিত্র শ্রাবন্তীর কেরিয়ারে নতুন মাইলফলক। বললেন, ‘দেবী চৌধুরানি বড় দায়িত্ব। আশা করছি, সবার আশীর্বাদে ভালো হবে।’ একদিকে পর পর নতুন কাজ। অন্যদিকে ট্রোলিং। জীবন কীভাবে ব্যালান্স করেন? স্পষ্ট বললেন, ‘যাঁরা ট্রোল করতে অভ্যস্ত, তাঁরা করবেনই। আমার মনে হয় ভালোবাসার মানুষ বেশি আছেন। দেখুন, টিআরপিতে এক নম্বরে থাকা সত্ত্বেও ডান্স বাংলা ডান্স-এর বিভিন্ন বিষয় নিয়ে ট্রোল করেন একশ্রেণির মানুষ। তবে বেশিরভাগের শুভেচ্ছাই আমাদের পাথেয়। তাছাড়া কার জীবনে ঘাত-প্রতিঘাত নেই বলুন? সব প্রতিকূলতা ফেলে এগিয়ে যাওয়াই তো জীবন।’ • প্রিয়ব্রত দত্ত