বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

সাদা কালো বিষাদের ভিড়
সিনেমার সমালোচনা: ভিড়

অন্ধকার রেললাইন ধরে এগিয়ে আসছে পায়ের মিছিল। কারও হাত-কাঁধ খালি নেই। শিশু-বৃদ্ধ-মহিলা, মাঝবয়সি... কে নেই সেই দলে! বাস-ট্রেন সবই বন্ধ। ক্লান্ত শরীরগুলো নেমে আসে স্লিপারের গায়ে। শুকনো রুটি চিবিয়ে শুয়ে পড়ে নিশ্চিন্তে রেললাইনে মাথা রেখে। আচমকা হুইসিলের শব্দ, আর ট্রেনের আলো ছুটে এসে শুষে নিল পর্দার আবছা আলো। একলহমায় ফিরিয়ে দিল স্মৃতি—২০২০ সাল... করোনা... লকডাউন... পরিযায়ী শ্রমিক!
গোটা লকডাউন পর্বের টুকরো টুকরো বিষাদের ছবিকে দু’ঘণ্টারও কম সময়ে সাদাকালো রঙে গেঁথেছেন পরিচালক অনুভব সিনহা। কত শত চরিত্র। শহরে বাসন মাজতে মাজতে জীবনের প্রতি ঘেন্না ধরে যাওয়া এক তরুণী। মদ্যপ বাবাকে নিয়ে সাইকেলে চড়ে পাড়ি দিচ্ছে গ্রামের দিকে। হস্টেলে থাকা মেয়ের কাছে স্বামীর আগে পৌঁছনোর মরিয়া চেষ্টা করা এক সেপারেটেড, সিঙ্গল মাদার (দিয়া মির্জা)। ভাড়া করা বাসে সহকর্মীদের নিয়ে বাড়ি যেতে চাওয়া এক চৌকিদার (পঙ্কজ কাপুর)। পরিযায়ী শ্রমিকদের অসহায় মিছিলকে অনুসরণ করতে থাকা এক মহিলা সাংবাদিক (কৃতিকা কামরা)। আর সেই ভিড়ের সামনে দাঁড়িয়ে থাকে নাম বদলে নিজের দলিত পরিচয় লুকনো  পুলিস অফিসার— সূর্যকুমার সিং টিকাস (রাজকুমার রাও)। আর তাঁর ডাক্তার প্রেমিকা রেণু শর্মা (ভূমি পেডনেকর)। রাজধানীর রাস্তা থেকে গল্প অবশ্য নেমে আসে উত্তরপ্রদেশ সীমানার নির্মীয়মাণ স্মার্ট সিটির জনমানবহীন প্রান্তরে। সেখানে মাথা তুলেছে এক শপিংমল। গল্প এগয় তার সামনে বসানো অস্থায়ী পুলিস চৌকিকে কেন্দ্র করে। চৌকি ইনচার্জ সূর্য এবং তাঁর অধস্তন উচ্চবর্ণের এক অফিসারের (আদিত্য শ্রীবাস্তব) টানাপোড়েন, সামনে আটকে পড়া জনতার ভিড় নিয়েই গোটা ছবি। রাজকুমার যে কোনও সিনেমার সম্পদ। কিন্তু এখানে বেশি নজর কেড়েছেন পঙ্কজ কাপুর, আদিত্য শ্রীবাস্তবরা। দিয়া মির্জা, আশুতোষ রানা সেভাবে চোখে পড়লেন কই? সিনেমাটোগ্রাফি ও এডিটিং সামলেছেন দুই বাঙালি— সৌমিক মুখোপাধ্যায় ও অতনু মুখোপাধ্যায়। নিজেদের কাজে তাঁরা সফল। উল্লেখ করতে হয় অনুরাগ শইকিয়ার গাওয়া ভোজপুরি ‘হেরাইল বা’ গানটির কথা। বিষাদের গল্প শেষ হয় অবশ্য সাময়িক আনন্দের মধ্যে দিয়ে। আর অসুস্থ সমাজের প্রান্তরে মাথা তুলে দাঁড়িয়ে থাকে উচ্চবিত্তদের প্রতীক সেই শপিং মল, যার নাম ‘লোটাস ওয়েসিস’।
সৌম্য নিয়োগী

27th     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ