বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

আড্ডাটাইমস-এ রকমারি বিনোদন

বংশপরম্পরায় বিনোদন ব্যবসার সঙ্গে যুক্ত সুরিন্দর ফিল্মস। বহু ছবি, টেলিভিশন ধারবাহিক তৈরির পর এবার ওয়েব প্ল্যাটফর্ম ‘আড্ডাটাইমস’-এ দেখা যাবে সংশ্লিষ্ট সংস্থা প্রযোজিত অরিজিনাল সিরিজ। সংস্থার ডিরেক্টর নিসপাল সিং বলেন, ‘বাংলা ছবির প্রযোজনা, ডিস্ট্রিবিউশন, কনটেন্ট তৈরির কাজ আমরা দীর্ঘদিন ধরেই করছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা অনেক বেশি। তাই এখন এই মাধ্যমে ইনভেস্ট করছি। সে কারণেই আড্ডাটাইমস অধিগ্রহণ করলাম। দর্শকের চাহিদার কথা মাথায় রেখে আমরা কনটেন্ট তৈরি করব। প্রতি মাসে একটা করে ছবি সিনেমাহলে রিলিজের পরিকল্পনা রয়েছে। বছরে ১৫-১৮টি অরিজিনাল কনটেন্ট আড্ডাটাইমস-এ নিয়ে আসব।’ আগামী ১৪ এপ্রিল থেকে এই ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে ওয়েব সিরিজ ‘অমৃতের সন্ধানে- দ্য বেনারস চ্যাপ্টার’। এই পৌরাণিক থ্রিলারে চন্দন রায় সান্যাল, দেবাশিষ মণ্ডল এবং সৌরসেনী মৈত্রের অভিনয় দেখবেন দর্শক। আগামী ২৬ মার্চ এই ওয়েব প্ল্যাটফর্মে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরী অন্তর্ধান’-এর ডিজিটাল প্রিমিয়ার হবে। ‘মিতিন মাসি’, ‘সাগরদ্বীপে যখের ধন’, ‘ম্যাজিক’-এর মতো ছবিও এখানেই দেখবেন দর্শক।    

22nd     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ