বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

ছবি জুড়ে প্রাপ্তি রানিই

অন্বেষা দত্ত: পর্দায় টাইটেল কার্ডে রুডিয়ার্ড কিপলিংয়ের বিখ্যাত সেই উক্তি: ‘ঈশ্বর সব জায়গায় থাকতে পারেন না, তাই তিনি তৈরি করেছেন মায়েদের।’ আর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র পুরোটাই ঘিরে রয়েছে মাকে। প্রায় এক যুগ আগে নরওয়েতে কর্মসূত্রে থাকা বাঙালি দম্পতি সাগরিকা চক্রবর্তী এবং অনুরূপ ভট্টাচার্যের জীবনের এক আতঙ্কজনক ঘটনাক্রম। বাবা-মা ঠিকমতো যত্ন করতে পারছে না সন্তানের—এই অভিযোগেই অনুরূপ-সাগরিকার কাছ থেকে তাঁদের দুই শিশু সন্তানকে ফস্টার হোমে তুলে নিয়ে গিয়েছিল নরওয়ে প্রশাসন। এমনই সত্য ঘটনার অনুপ্রেরণায় ছবিটি তৈরি করেছেন পরিচালক অসীমা ছিব্বর। ১৪৪ মিনিটের নিছক চলচ্চিত্র নয়, অসীমা এখানে আসলে তুলে ধরেছেন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর সন্তানের জন্য ঘুরে আঘাত করা এক মাকে। মিসেস দেবিকা চ্যাটার্জিকে।
সন্তানের জন্য মা সব পারে— এই চিরন্তন সত্যিটাকেই অসম্ভব বিশ্বাসযোগ্য করে তুলেছেন রানি মুখোপাধ্যায়। প্রথম থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ঘরোয়া বাঙালি মা হিসেবে প্রতিটা শেডে মন জয় করেছেন তিনি।  চরিত্রের প্রয়োজনে মুখের বলিরেখা, ওজন বাড়ানো—সবেতেই পরিশ্রমের ছাপ। মায়ের অন্তর থেকে বেরিয়ে আসা হাহাকার, গলার কাছে দলাপাকানো কান্না এক নিমেষে দর্শককে মিলিয়ে দিয়েছে দেবিকার শূন্যতার সঙ্গে। উল্লেখযোগ্যভাবে ততটাই সাবলীল দেবিকার স্বামী, অনিরুদ্ধর ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য। উপস্থাপনায় ততটাই বিরক্তি তিনি উৎপাদন করেছেন, যতটা তাঁর চরিত্র চেয়েছে। বলিউডকে অনির্বাণ বুঝিয়ে দিয়েছেন, অভিনেতা হিসেবে তাঁর জায়গা কতটা পোক্ত। প্রশংসনীয়। তবু সবটা যেন দানা বাঁধল না। কেন? সন্তানের জন্য মায়ের আকুতি, অনিয়ন্ত্রিত আবেগ, একের পর এক ভুল পদক্ষেপ—চোখ ভিজিয়ে দেবে ঠিকই। কিন্তু পরিচালকের কাছে থাকবে অসংখ্য প্রশ্নও। প্রথমার্ধ এতটা অগোছালো কেন? বিদেশে সন্তানকে চোখের সামনে দিয়ে নিয়ে চলে গেলে মাথা কাজ না করাই স্বাভাবিক। কিন্তু কতক্ষণ? বিদেশে ঘটনাটা যখন ঘটছে, প্রথমেই কেন ভারতীয় প্রশাসনের দ্বারস্থ হবেন না দেবিকা? একপেশে দৃশ্যায়নের আগে ঠিকমতো রিসার্চ থাকবে না কেন? 
স্বামীর সঙ্গে দেবিকার সম্পর্কেও ধোঁয়াশা। প্রাথমিকভাবে আপাত সুখী যে পরিবারের ছবি আঁকা হয়েছে, সেখানে অনিরুদ্ধর চরিত্রটা যেন হঠাৎই ভিলেন হয়ে গেল। শাশ্বতী-বোধিসত্ত্ব-মিঠু-অশোকের মতো ভালো অভিনেতা থাকা সত্ত্বেও দেবিকা-অনিরুদ্ধর বাবা-মায়ের ভূমিকা তেমন জোরদার নয়। আর বিদেশে থাকা বাঙালিরা কি এমন জগাখিচুড়ি ভাষায় কথা বলেন? এই হিন্দি টানে বাংলার খুব প্রয়োজন ছিল কি? বরং দ্বিতীয়ার্ধে আবেগের ভার কিছুটা কমায় চিত্রনাট্য বেশ টানটান। এখানেও কিন্তু সেই রানির ভূমিকাই দেখার মতো। দেশে দেবিকার আইনজীবীর ভূমিকায় বালাজি গৌরী এবং নরওয়েতে জিম সর্ভ অন্য মাত্রা যোগ করেছেন। তা বাদে পুরোটাই রানির রাজ। ত্রুটি পাশে সরিয়ে রেখে ছবিটা দেখতে পারেন শুধু এই রাজত্বের সাক্ষী থাকার জন্যই।

20th     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ