বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

পজেসিভ মায়ের কাণ্ড

 ছেলে প্রথমবার দাড়ি কামিয়েছে। বাড়ি ফিরে মা দেখলেন ছেলের চকচকে গাল। কারণ জানতে পেরেই খাওয়া বন্ধ। কেন? কারণ ছেলে যে এমন বিপ্লব করে ফেলবে, এ তো মায়ের অজানা ছিল। তিনি এতটাই পজেসিভ, এ কাণ্ড মোটেই বরদাস্ত করতে পারলেন না। ব্যক্তি জীবনের এ গল্প হাসতে হাসতে বলছিলেন অভিনেত্রী লোপামুদ্রা সিনহা। যাঁকে ‘সোহাগ জল’ ধারাবাহিকে আপনারা ‘লিপিকা’ চরিত্রে দেখেন। লিপিকাও একজন পজেসিভ মা। 
‘আমার ছেলে এখনও সাবালক হয়নি। ওর বিষয়ে একটু বেশিই পজেসিভ আমি। যত দিন যাচ্ছে সেটা আরও বেশি বুঝতে পারছি। একদিন বাড়ি ফিরে দেখি ছেলের গাল পুরো পরিষ্কার। জানতে পারলাম ও সেদিন প্রথম দাড়ি কেটেছে। আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। ছেলে রেগে গিয়ে রাস্তায় বেরিয়ে গেল। তার পিছনে তার বাবা এবং ঠাকুরমা। সেই রাত্রিটা আমাদের খুব যন্ত্রণার কেটেছিল (হাসি)’, বলছিলেন লোপামুদ্রা। 
বাস্তব থেকেই কি ধারাবাহিকের চরিত্রের রসদও সংগ্রহ করেন? লোপামুদ্রা জানালেন, ধারাবাহিকের গল্পে লিপিকার স্বামী কোনও অজ্ঞাত কারণে আত্মহত্যা করেন। ফলে প্যানিক করেন মহিলা। এক্ষেত্রে তার একমাত্র অবলম্বন ছেলে। সময়ানুবর্তিতা ভয়ানক বেশি এবং মা হিসেবে পজেসিভ। অভিনেত্রীর কথায়, ‘আমি বাস্তব থেকে বিভিন্ন জিনিস তুলে আনার চেষ্টা করি। কোনও দৃশ্যে ভাবার চেষ্টা করি আমার ছেলের সঙ্গে এটা হলে আমার রিঅ্যাকশন কী হবে। আবার বাস্তবে আমার স্বামীর সঙ্গে মনোমালিন্য হলে আমার শাশুড়িমা যেমন আমাকে আগলে রাখেন, তেমনই শাশুড়ি হিসেবে অভিনয় করার সময় নিজের শাশুড়িমার গলাটা যেন কানে ভাসে।’
২৩ বছরের কেরিয়ার লোপামুদ্রার। অভিজ্ঞতা ভাগ করে বললেন, ‘টেলিভিশনে এখন কাজের সুযোগ অনেক বেশি। এত চরিত্র করেছি, কিন্তু টেলিভিশনের তথাকথিত কোনও পুরস্কার কখনও পাইনি। দর্শকের ভালোবাসা প্রচুর পেয়েছি। সেগুলোই পুরস্কার।’ নিরাপত্তাহীনতা হয়নি কখনও? লোপামুদ্রার উত্তর, ‘ইনসিকিওরিটি হয়নি। কারণ আমি স্টারডমে বিশ্বাস করি না। ভালো অভিনেত্রী হতে চেয়েছিলাম। লক্ষ্য ছিল চরিত্রগুলো যাতে জীবন্ত হয়ে ওঠে। রং মেখে সং সেজে কাজ করছি, এটা যেন কখনও মনে না হয়। এখন তো শুনেছি, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স দিয়ে অনেক কিছু হয়। সব কিছুরই তো ভালো, খারাপ দুটোই আছে। তবে এটা সিনিয়রদের জন্য নয় বোধহয়। আমি তো ইনস্টাগ্রাম জিনিসটাই জানতাম না। আমার এক সহকর্মী আমাকে শিখিয়েছে।’ 

20th     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ