বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

অভিনেত্রী হওয়া ভাগ্যে ছিল

বছর দশেক আগে ‘ম্যাড্রাস কাফে’ ছবি দিয়ে তাঁর ফিল্মি কেরিয়ার শুরু। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দীর্ঘ কেরিয়ার। ফের বলিউডে ফিরছেন রাশি খান্না। তাঁর নতুন ওয়েব সিরিজ ‘ফারজি’র মুক্তির আগে রাশির মুখোমুখি শামা ভগত।

‘ম্যাড্রাস কাফে’ দিয়ে ডেব্যু করেছিলেন। তারপর দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চলে যান। ফের বলিউডে ফেরার পরিকল্পনা করলেন কেন?
আমার তো অভিনেত্রী হওয়ারই কোনও পরিকল্পনা ছিল না। ভাগ্যে ছিল, তাই অভিনেত্রী হলাম। হঠাৎ করেই ‘ম্যাড্রাস কাফে’তে অভিনয়ের প্রস্তাবটা পেয়েছিলাম। সুজিত সরকারের এই ছবিটি করার পর দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে একটা ছবির প্রস্তাব আসে। গল্পটি আমার মনে ধরেছিল। আমি রাজি হয়ে যাই। তারপর ওই ইন্ডাস্ট্রি থেকে একের পর এক ছবির অফার পাই, আর ওখানে ব্যস্ত হয়ে পড়ি। দক্ষিণে ছবি করব বলে আলাদাভাবে কোনও পরিকল্পনা করিনি। ওটিটি আসার পর আবার অনেক কিছু বদলে গেল। ‘ফারজি’র অফারটা পেয়ে বেশ ভালো লেগেছিল। এই সিরিজের পরিচালক রাজ এবং ডি কে। রয়েছেন শাহিদ কাপুর, বিজয় সেতুপতি। তাই সিদ্ধান্ত নিই ‘ফারজি’তে কাজ করব।

ওটিটিতে কেমন অভিজ্ঞতা হল?
যখন ‘ফারজি’র কাজটা ফাইনাল হল, তখন রাজ আর ডি কে আমাকে বললেন, ‘আপনার হিন্দি উচ্চারণে সামান্য সমস্যা রয়েছে।’ আসলে আমার হিন্দি উচ্চারণটা একটু দক্ষিণ ঘেঁষা। ওঁরা খুবই খুঁতখুঁতে পরিচালক। তাই হিন্দি ক্লাস করা শুরু করলাম। এই সিরিজের গল্পটাও আমার মন ছুঁয়ে গিয়েছে। এই ‘ফারজি’তে আমার চরিত্রটার একটা বড় অতীত রয়েছে। ওয়েব সিরিজ হওয়ায় ডিটেলে দেখানো সম্ভব হয়েছে। ছবিতে এভাবে দেখানো সম্ভব হতো না। তাই ওটিটিতে কাজ করে বেশ ভালোই লেগেছে।

দক্ষিণে তো আগেই বিজয়ের সঙ্গে কাজ করেছেন। এখানে শাহিদ কাপুর ও বিজয় সেতুপতির মতো দু’জন শক্তিশালী অভিনেতার সঙ্গে কাজ করে কেমন লাগল?
ওঁরা দু’জনেই অত্যন্ত প্রতিভাবান ও শক্তিশালী অভিনেতা। বিজয়ের সঙ্গে যেহেতু আগেই কাজ করেছি, তাই অসুবিধা কিছু হয়নি। শাহিদের সঙ্গে এই প্রথমবার কাজ করলাম। এমনিতে সেটে আমি খুবই চুপচাপ থাকি। শাহিদই প্রথম কথা বলেন। খুবই মজা করতেন। ওঁর স্ত্রীও খুব ভালো মানুষ। উনিও মাঝে মাঝে সেটে আসতেন। 

এরপর তো সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘যোদ্ধা’তে দেখা যাবে আপনাকে?
হ্যাঁ, ‘যোদ্ধা’তে একদম অন্যরকম চরিত্রে আমাকে দেখা যাবে। তাই এই ছবি নিয়ে আমি বেশ আশাবাদী।

শুনেছিলাম, আপনি নাকি গায়িকা হতে চাইতেন? এখনও গানের চর্চা করেন?
সত্যিই আমি গান গাইতে চাই। তবে, ছবি না অ্যালবামে গাইব, জানি না। তামিল আর মালয়ালমে ইতিমধ্যে গান গেয়েছি। একদিন ঠিক হিন্দিতেও গান গাইব। যখন ছোট ছিলাম, তখন সত্যিই গায়িকা হওয়ার স্বপ্ন দেখতাম। স্কুলের প্রতিযোগিতাতেও অংশ নিয়েছি। কিন্তু কলেজে ওঠার পর পড়াশোনার চাপে গানের বিষয়টি অনেক পিছনে চলে যায়।

আপনার তো কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই। আপনার কেরিয়ার নিয়ে বাবা-মা খুশি?
শুধু কেরিয়ার নয়, আমি আমার জীবন নিয়েও খুব খুশি। যেহেতু আমি জীবনে খুশি, তাই মেয়ের জন্য মা-বাবাও খুশি। ওঁরা স্পষ্ট বলে দিয়েছেন, কখনও যদি আমার মনে হয়, এই ফিল্ম ইন্ডাস্ট্রি আমার ভালো লাগছে না, তাহলে যেন আমি নির্দ্বিধায় ছেড়ে চলে যাই। আমার সবচেয়ে বড় সমালোচক, আমার দাদা। পরিবার সবসময় আমার পাশে আছে। 

7th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ