বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

গুজবে ধন্য

উঠতে বসতে, ঘুরতে ফিরতে তাঁকে তাড়া করে বেড়ায় উত্তমকুমারের উপমা। কারণ তিনি অর্থাৎ অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় উত্তমকুমারের নাতি। সুতোর উপর পা ফেলে চলতে গিয়ে কখনও সখনও গণ্ডগোল যে গিঁট পাকায়নি, তা নয়, তবে সেই গুজব কিংবা গপ্পোকে পাত্তা দেন না গৌরব। ‘আমি খুব সাধারণ জীবনযাপন করি। পারতপক্ষে বিতর্ক এড়িয়ে চলতেই ভালোবাসি’, সতর্ক ভবানীপুরের ডাকসাইটে চাটুজ্যে বাড়ির ছেলে। ‘আর সত্যিই যদি আমাকে নিয়ে গুজব ছড়িয়ে থাকে, তাহলে তো আমি নিজেকে ধন্য মনে করব। বুঝতে পারব এতদিনে তাহলে কিছু এটা ঘটিয়েছি। মানুষ আমাকে নিয়ে ভাবছে, কথা বলছে, চর্চা করছে। মানে আমি প্রাসঙ্গিক ও প্রয়োজনীয়’, হেসে বললেন তিনি।
গৌরবের এহেন মনোভাব স্টার জলসার চলতি ধারাবাহিক ‘গাঁটছড়া’কে ঘিরে গজিয়ে ওঠা গুজব নিয়েও। গেল গেল রব উঠেছিল ‘গাঁটছড়া’ নিয়ে। নিন্দুকের মুখে ছাই দিয়ে ধারাবাহিকটি তরতর করে এগিয়ে চলেছে। আসছে নতুন মোড়। কিন্তু শোনা গিয়েছিল এই ধারাবাহিক নাকি অচিরেই বন্ধ হয়ে যাবে! সেই গুজবকে এক কথায় উড়িয়ে দিলেন ধারাবাহিকের ‘ঋদ্ধি’ ওরফে গৌরব। বললেন, ‘ভালোই তো, সিরিয়ালটা নিয়ে মানুষ যত চর্চা করবে, তত টিআরপি বাড়বে। আমরাও নিশ্চিন্ত মনে কাজ করতে পারব।’ 
ইদানীং বেশ কয়েকটি ধারাবাহিক আচমকা মাঝপথে বন্ধ হয়ে যাওয়াও শিল্পী, কলাকুশলীদের শিরদাঁড়ায় শীতল স্রোতের আনাগোনা বেড়েছে, মানছেন তাহলে? ভাঙলেনও না, মচকালেনও উত্তমকুমারের বংশধর। স্পষ্ট বললেন, ‘আসলে এটা একটা প্যাটার্ন। আগে লোকে ওয়ান ডে ক্রিকেট দেখত, এখন টি টোয়েন্টিকেই বেশি পছন্দ করে। কম সময়ে ঠাসা বিনোদন।’ তাহলে কি সিরিয়ালগুলোর গড়পড়তা পর্ব কমে যাওয়াকে আপনি সমর্থন করছেন? উত্তরে গৌরব সোজা ব্যাটে খেললেন, ‘সেটা সংশ্লিষ্ট চ্যানেল কর্তা আর প্রযোজকদের ব্যাপার। আমার কাজ অভিনয় করা। ‘খড়ি’ আর ‘ঋদ্ধি’ মানে আমার আর শোলাঙ্কির রসায়ন দর্শকের মনে ধরেছে বলেই ‘গাঁটছড়া’র গিঁটটা শক্তই রয়েছে বলে আমার বিশ্বাস।’
প্রিয়ব্রত দত্ত

7th     February,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ