বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

ব্যালকনির টিকিট

সপ্তাহ দু’য়েক ধরে ‘পাঠান’ একের পর এক মাইলস্টোন পেরিয়ে চলেছে। গড়ছে নতুন রেকর্ড। সাফল্যের দীর্ঘ খরা কেটেছে। কিন্তু অন্ধকার সময় কীভাবে নিজের উপর আস্থা রেখেছিলেন শাহরুখ খান? সেই সিক্রেট শেয়ার করলেন অভিনেতা। বললেন, ‘বাড়ির বড়রা আমায় বলেছিলেন, জীবনের কঠিন সময় তাদের কাছে যেও যারা তোমাকে শুধুই ভালোবাসে। আমি সত্যি ভাগ্যবান যে কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসেন। সেই কারণে আমি সুখে, দুঃখে নিজের বাড়ির বারান্দায় গিয়ে দাঁড়াই। ওখানে দাঁড়ালে ভালোবাসার উষ্ণতা পাই। (মুচকি হাসি) আমার মনে হয় ঈশ্বর আমাকে ব্যালকনির টিকিট দিয়েই রেখেছেন।’
ছবি ফ্লপ হলে মন খারাপ হয়। একান্তে কাঁদেন। একথাও প্রকাশ্যে অকপটে স্বীকার করে নিতে কোনও দ্বিধা নেই শাহরুখের। ‘আমার ছবি অসফল হলে আমিই সবথেকে বেশি কাঁদি। আমার কাছের মানুষেরা জানে, বাড়িতে আমার একটা টয়লেট আছে, যেখানে একান্তে কাঁদতে যাই। আমার অসফলতার কারণে পরিবার খুব কষ্ট পায়। যতই ওদের আমার কাজের জগৎ থেকে দূরে রাখি না কেন, ওরা ঠিক জুড়েই থাকে’, মুম্বইতে সদ্য এক সাংবাদিক সম্মেলনে বললেন শাহরুখ। 
দেবারতি ভট্টাচার্য, মুম্বই

6th     February,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ