বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

প্রয়াত তেলেগু ইন্ডাস্ট্রির জনপ্রিয়
অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ যমুনা

হায়দরাবাদ,২৭ জানুয়ারি: প্রয়াত তেলেগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী যমুনা। বয়স হয়েছিল ৮৭ বছর। অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। এরপর আজ, শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেত্রী। শিশুশিল্পী হিসাবে কাজ করেছিলেন বহু ছবিতে। মোট ২০০টি তেলেগু ছবিতে অভিনয় করেছেন তিনি। তেলেগুর পাশাপাশি, কন্নড়, তামিল ও হিন্দি ছবিতেও কাজ করেছেন যমুনা। জনপ্রিয় অভিনেতা এনটি রামা রাওয়ের বিপরীতে অভিনেত্রী হিসাবে তাঁর কাজ দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। মাইথোলজিক্যাল ছবিতেও কাজ করেছিলেন যমুনা। তাঁর অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবিগুলি হল- মিসাম্মা, শ্রীকৃষ্ণ তুলাভারম, গুন্ডামা কথা ইত্যাদি। হিন্দি ছবি মিলান-এর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি। শুধুমাত্রই রূপোলি পর্দাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি যমুনা। পা রেখেছিলেন ভারতীয় রাজনীতির ময়দানেও। ১৯৮৯ সালে অন্ধ্রপ্রদেশের রাঝামুন্ড্রি আসনে কংগ্রেসের টিকিটে ভোটে জিতে সাংসদ হয়েছিলেন অভিনেত্রী যমুনা। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি সহ প্রমুখরা।

27th     January,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ