বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

দুদিনে শাহরুখের ‘পাঠান’
ছবির আয় ১২৫ কোটি

মুম্বই, ২৭ জানুয়ারি: নানা বিরোধ, হুঁশিয়ারিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বক্স অফিসে টগবগিয়ে ছুটছে শাহরুখ খানের 'পাঠান'। দীর্ঘ চার বছরেরও বেশি সময়ের বনবাস কাটিয়ে ফের বড়পর্দায় ফিরেছেন বাদশা। গত ২৫ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত 'পাঠান' ছবিটি। আর সেই ছবির ব্যবসা তাক লাগিয়ে দিয়েছে গোটা দেশকে। শাহরুখের দৌলতে যশ রাজের ব্যাপক লক্ষ্মী লাভ হয়েছে। গত দুদিনে 'পাঠান' বক্স অফিসে ব্যবসা করেছে ১২৫ কোটি টাকার বেশি। গত ২৫ তারিখ অর্থাৎ মুক্তির দিন শাহরুখের ছবির ব্যবসা করেছিল ৫৫ কোটি টাকা। গতকাল, সাধারণতন্ত্র দিবসের দিন সেই আয় লাফ দেয় অনেকটাই। বক্স অফিসে গতকাল কিং খানের ছবি ব্যবসা করেছে প্রায় ৭০ কোটি টাকা। যা রেকর্ড। একই সঙ্গে তাল মিলিয়ে গোটা বিশ্বে এই ছবি দু'দিনে ব্যবসা করেছে ২৩৫ কোটি টাকা। শাহরুখকে বড়পর্দায় দেখার জন্য তাঁর অনুরাগীরা যে কতটা উৎসাহী ছিল তা আয়ের পরিসংখ্যান দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে। এই ছবিটি নিয়ে গোড়া থেকেই বিতর্ক শুরু হয়। প্রথমে ছবির নাম এবং পরে ছবির গান 'বেশরম'। মধ্যপ্রদেশ, অসম সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বিক্ষোভ দেখা যায়। তাই ছবি মুক্তির আগে কিং খানদের কিছুটা বাড়তি চাপ ছিলই। কিন্তু মুক্তির দিনই সেই চাপ কেটে নির্মাতাদের মুখে হাসি ফুটিয়েছে এই ছবি। শাহরুখ ফের প্রমাণ করে দিয়েছেন কেন তাঁর নামের পাশেই বসানো হয় কিং শব্দটি। বিশেষজ্ঞরদের অনুমান, 'পাঠান'-এর এই আয়ের ট্রেন্ড বজায় থাকলে ১০০০ কোটির ঘরে পৌঁছনো অসম্ভব নয়। এই ছবিতে শাহরুখ খান, দীপিকা পাডুকোন, জন আব্রাহাম ছাড়াও রয়েছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানার মত কলাকুশলীরা। ছবিতে কেমিও করতে দেখা গিয়েছে বলিউডের ভাইজান সলমন খানকেও।

27th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ