বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

বাঙালি কন্যের বলিউডে পা

‘ওর ফুটেজ নিয়ে রাখো। ভবিষ্যতে এত ব্যস্ত হয়ে পড়বে ও, আর পাবে না’— ব্যক্তিগত চিত্রগ্রাহককে নিজের দিল্লির স্টুডিওতে বসে একথা বলেছিলেন সঙ্গীতশিল্পী দালের মেহেন্দি। লকডাউনের পর তখন সদ্য স্বাভাবিক হতে শুরু করেছে জীবন। দালের মেহেন্দির সামনে সেদিন দাঁড়িয়েছিলেন বাঙালি কন্যে ইন্দ্রাণী ভট্টাচার্য। এই বাস্তব কাহিনি বলছিলেন তিনিই। দালের মেহেন্দির গাওয়া গান গিয়েই কলকাতার বাগুইহাটির মেয়ে সদ্য বলিউডে সঙ্গীত পরিচালক হিসেবে পথ চলা শুরু করলেন। 
দুষ্যন্ত প্রতাপ সিংয়ের পরিচালনায় সম্প্রতি মুক্তি পেয়েছে ‘জিন্দেগি শতরঞ্জ হ্যায়’। এই ছবির মাধ্যমেই বলি ডেবিউ করলেন ইন্দ্রাণী। তাঁর সুরে ‘গড়বড় গড়বড়’ গানটি গেয়েছে দালের মেহেন্দি। এ গান লিখেছেন অজয় বাওয়া। ২০১০-এ মুম্বই পাড়ি দেন ইন্দ্রাণী। দুটি রিয়ালিটি শোয়ে অংশগ্রহণ করার পর কিছু ধারাবাহিকে কাজ করেন। গান গাওয়ার পাশাপাশি প্রথম থেকেই ইন্দ্রাণীর সঙ্গীত পরিচালনার স্বপ্ন ছিল। তা এতদিনে সত্যি হল।  
ইন্দ্রাণীর কথায়, ‘রেকর্ডিংয়েই দালেরজির সঙ্গে প্রথম দেখা। উনি বলেছিলেন, যতবার তোমার মনে হবে কোনও লাইন তোমার মনের মতো হচ্ছে না, আমাকে ততবার বলবে, আমি গাইব। উনি আমাকে খুব সহজ করে দিয়েছিলেন।’ কলকাতায় কাজ করবেন না? মায়ানগরী থেকে ইন্দ্রাণীর জবাব, ‘আসলে কলকাতায় কখনও কাজ করিনি। ওখানে তেমন যোগাযোগ নেই। মুম্বইতেই তিন, চারটে ছবির কাজ চলছে এখন।’ 

24th     January,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ