বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

ইফিতে সম্মানিত

বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ বিতর্কে ৫৩তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান ছিল সরগরম। পরে নেটমাধ্যমেও এ নিয়ে ঝড় বয়ে যায়। শুধু কি বিতর্ক সঙ্গী ছিল চলচ্চিত্র উৎসবের বিসর্জনে? না, একদমই তা নয়। বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠে গান শুনলেন উপস্থিত জনতা। 
ব্যাপারখানা কী? সোমবার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডয়া (ইফি)-র সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে সংবর্ধনা দেওয়া হল প্রসেনজিৎকে। বাংলা সিনেমায় তাঁর অবদানকে স্বীকৃতি জানাল উৎসব কর্তৃপক্ষ। সংবর্ধনার পর তাঁকে কিছু বলার অনুরোধ করেন সঞ্চালক সমীর। তখন দর্শকাসনে উপস্থিত ছিলেন আশা পারেখ। সেটা খেয়াল করেই প্রসেনজিৎ বলেন, ‘ আপনারা নিশ্চয়ই বিশ্বজিৎজিকে (বাবা) চেনেন। আশাজিকে দেখলেই আমার পুকারতা চলা হু ম্যায়...গানটা গাইতে ইচ্ছে করে।’ এ কথা শুনে আশা তখন মুখ টিপে হাসছেন। ১৯৬৫ সালে ‘মেরে সনম’ ছবিতে মহম্মদ রফির গাওয়া এই গানে লিপ দিয়েছিলেন বিশ্বজিৎ। জিপ চালাতে চালাতে বিশ্বজিতের গাওয়া সেই গান, আর সামনে সাইকেলে আশা, এ দৃশ্য সিনেপ্রেমীদের মনে গেঁথে আছে। প্রসেনজিৎ বক্তব্য শেষ করার পর সুযোগটা ছাড়তে চাননি সঞ্চালক। প্রসেনজিৎকে অনুরোধ করেন গানটা গাওয়ার জন্য। অভিনেতা প্রথমে বলার চেষ্টা করেন, ‘আশাজি লজ্জা পাচ্ছেন।’ সমীর তখন পাল্টা বলেন, ‘আপনি ভালো গাইলে উনি হাসতেও পারেন।’ প্রসেনজিৎ এরপর সত্যিই গানের দু’কলি গেয়ে শোনান। তখন আশার মুখও উল্লসিত। প্রসঙ্গত, ইফিতে এবার দেখানো হল প্রসূন চট্টোপাধ্যায়ের ছবি ‘দোস্তজী’। এই ছবির নিবেদক প্রসেনজিৎ সেই কথাও মঞ্চে দাঁড়িয়ে সকলকে জানান। 

30th     November,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ