বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র
উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন

পানাজি: শুরু হয়ে গেল ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (ইফি)। করোনা মহামারীর কারণে গত ২ বছর হাইব্রিড ফরম্যাটের পর আবার এই চলচ্চিত্র উৎসব স্বমহিমায় ফিরল। রবিবার সন্ধ্যায় তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন অজয় দেবগণ, পরেশ রাওয়াল, মনোজ বাজপেয়ি, কার্তিক আরিয়ান, সারা আলি খান, সুনীল শেট্টি সহ বলিউড সেলিব্রিটিরা। উৎসবে ৭৯টি দেশের ২৮০টি ছবি দেখানো হবে। এবার সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন প্রখ্যাত স্প্যানিশ পরিচালক কার্লোস সরা। ‘ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অব দ্য ইয়ার’ সম্মান পেলেন তেলুগু তারকা চিরঞ্জীবী। কেন্দ্রীয় ক্রীড়া ও তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুব বলেন, ‘বিষয়বস্তু তৈরি, সহ-প্রযোজনা, চলচ্চিত্র নির্মাণ ও শ্যুটিংয়ের ক্ষেত্রে ভারতকে বিশ্বের কনটেন্ট হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমাদের।’
এই প্রথম কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে সেজে উঠছে প্যাভিলিয়নগুলি। ‘দ্য ভিউইং রুম’-এ পাওয়া যাবে অনেক পুনরুদ্ধার করা ক্লাসিক ছবি। বইয়ের চলচ্চিত্র প্রচারের জন্য একটি বই অভিযোজন কর্মসূচি চালু করা হয়েছে। অস্কার বিজয়ী চলচ্চিত্র ‘গান্ধী’ সহ বেশ কয়েকটি ছবি অডিও বর্ণনা ও সাবটাইটেল সহ প্রদর্শিত হবে। দীপ্তি নাভাল-কাল্কি কেঁকলা অভিনীত ‘গোল্ডফিশ’, রণদীপ হুডা ও ইলিয়ানা ডি’ক্রুজের ‘তেরা কেয়া হোগা লাভলি’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে ইফিতে। এর সঙ্গে ‘ভাধন্ধি’, ‘খাকি’ ও ‘ফৌদা সিজন ৪’-এর মতো ওটিটি শোগুলিরও প্রিমিয়ার হবে এখানে। বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে এবারে অস্কার মঞ্চে ভারতের প্রতিনিধিত্বকারী ছবি ‘চেলো শো’র। পান নলিনী পরিচালিত এই ছবিটি ছাড়াও দেখানো হবে মধুর ভান্ডারকর পরিচালিত ‘ইন্ডিয়া লকডাউন।’ অস্ট্রিয়ার পরিলাক ডেটার বার্নারের ‘আলমা অ্যান্ড অস্কার’ দিয়ে উৎসবের সূচনা হল। উৎসব চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। 

21st     November,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ