বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

প্রত্যাখ্যান আর গায়ে মাখি না

ওটিটি, বড় পর্দা বা মঞ্চ সর্বত্র নিজের দাপট দেখিয়েছেন রাধিকা আপ্তে। ক্রাইম-কমেডি-থ্রিলার ‘মনিকা ও মাই ডার্লিং’ ছবিটি সদ্য মুক্তি পেয়েছে। মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে তাঁর সঙ্গে আড্ডায় দেবারতি ভট্টাচার্য।

ছবি দেখে বোঝা গেল সৌন্দর্য নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আপনি। ব্যক্তিগত জীবনে কোন কোন বিষয়ে আত্মবিশ্বাসী?
(একটু ভেবে) দেখুন ব্যক্তিগত জীবনে মোটামুটি আত্মবিশ্বাসী। তবে কখনও কোনও বিষয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগি না।

কখনও এমন পরিস্থিতি এসেছে যখন আত্মবিশ্বাস কম মনে হয়েছে?
মঞ্চে অভিনয় করার সময় আমার মধ্যে আত্মবিশ্বাস ভরপুর থাকে। কিন্তু মঞ্চে পুরস্কার নিতে বা দিতে যাওয়া আমার সবচেয়ে বড় ভয়। তখন মনে হয় জ্ঞান হারিয়ে ফেলব। অভিনয় ছাড়া অন্য কোনও সময় মঞ্চে উঠতে ভীষণ ভয় পাই।

রাজকুমার রাওয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
রাজের কমিক টাইমিং দুর্দান্ত। আমি কেরিয়ারে খুব কম সংখ্যক অভিনেতাকে পেয়েছি, যাঁরা অভিনেতা হিসেবে স্বার্থপর নন। যাঁরা আমার কাজকে আরও উচ্চতায় পৌঁছে দিয়েছেন। রাজ, বিজয় ভার্মা, গুলশন, বিক্রান্ত, নওয়াজউদ্দিন এই তালিকায় পড়েন। ওঁরা প্রত্যেকেই সহঅভিনেতাকে সব দিক থেকে সাপোর্ট করেন। শুধু নিজের কাজটা করে কেটে পড়েন না।

১৭ বছর বলিউডে কাটিয়ে এখানকার আদবকায়দার সঙ্গে কতটা মানিয়ে নিতে পেরেছেন?
প্রথম দিন থেকে এখানকার বেশ কিছু জিনিস মেনে নিতে পারিনি। যেমন, তারকা মানেই মার্সিডিজে চড়ে আসতে হবে, সেটে দেরি করে যেতে হবে, সবসময় আলাদা আলাদা পোশাক পরতে হবে, সর্বদা সেজেগুজে বের হতে হবে, বড় পর্দা ছাড়া অভিনয় করা যাবে না। আমি কখনও এই ইমেজে নিজেকে বেঁধে রাখতে পারিনি। নিজের মর্জি মতো চলতেই ভালোবাসি।

কাজ চাইতে পরিচালকের দরজায় কড়া নাড়েন না?
হ্যাঁ, বহুবার করেছি। এরমধ্যে লজ্জার কিছু নেই।

এখনও কি প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়?
প্রত্যাখ্যান আর গায়ে মাখি না। এসব তো রোজকার কাহিনি। গা সওয়া হয়ে গিয়েছে। প্রত্যাখ্যানকে জীবনের একটা অংশ হিসাবে মেনে নিয়েছি।

আপনাকে ঘিরে প্রচুর নেতিবাচক খবর ভেসে বেড়ায়। কীভাবে নেন এসব খবর?
আমাকে ঘিরে বেশ কিছু হেডলাইন দেখতে পাই। শিরোনাম এক, আর ভিতরের খবর অন্য। মাঝে মাঝে বেশ বিরক্তই লাগে। 

বেশ কিছু বাংলা ছবিতে অভিনয় করেছেন। বাংলা ছবি দেখেন? আপনাকে কবে আবার বাংলা ছবিতে দেখব?
শুধু বাংলা নয়, হিন্দি ছবিও অনেক দিন দেখা হয়নি। মহামারীর আগে একটা বাংলা ছবির প্রস্তাব এসেছিল। ছবিটা করিনি। এরপর আর কোনও প্রস্তাব আসেনি। তবে অফার এলে আর চিত্রনাট্য পছন্দ হলে নিশ্চয় করব।
 

16th     November,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ