বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

জাপানে ছবি তৈরির প্রস্তাব
পেলেন বাংলার পরিচালক

জাপানের নারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার পেল ভারতীয় ছবি ‘দোস্তজি’। বাংলা ভাষার এই ছবিটির পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়। আর এই পুরস্কারের স্বীকৃতিস্বরূপ গোল্ডেন শিকা (জাপানি ভাষায় সোনার হরিণ) ট্রফি জেতা ছাড়াও এক বিরল সম্মান পেয়েছেন দেশের তরুণ এই পরিচালক। এই পুরস্কারের অঙ্গ হিসেবে জাপানে গিয়ে ছবি তৈরির প্রস্তাব পেয়েছেন তিনি। আর সেই ছবির জন্য ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি টাকার বাজেটও পাবেন তিনি। জাপানের প্রখ্যাত আন্তর্জাতিক পরিচালক নাওমি কাওয়েজ এই উদ্যোগের পৃষ্ঠপোষক। 
নারা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে ‘দোস্তজি’র সঙ্গে ছিল আরও ৭টি ছবি। তার মধ্যে ছিল গতবছর কান-এ পুরস্কার জয়ী ‘প্লে গ্রাউন্ড’,  লোকার্নোয় পুরস্কৃত ‘জহরি’, কান-এ ক্রিটিক পুরস্কারজয়ী ‘ফেদারস’, লোকার্নোতে গোল্ডেন লেপার্ড জয়ী ‘ভার্জিন ব্লু’, ভিশন দ্য রিলে পুরস্কার জয়ী ‘পুশিং বাউন্ডারিজ’, এবছর কান-এ পুরস্কার জয়ী ‘আ মেল’ এবং রটারডমে পুরস্কৃত ‘আ হিউমান পজিশন’। এতগুলো পুরস্কৃত ছবিকে টপকে ভারতীয় ছবিটির সেরা হওয়া নিঃসন্দেহে কৃতিত্বের। তাহলে কি পরিচালকের এবার গন্তব্য জাপান? এখন. অবশ্য সে সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন পরিচালক। প্রসূন বললেন, ‘উৎসব কর্তৃপক্ষ একটা সারসংক্ষেপ চেয়েছিল কিন্তু আপাতত নভেম্বরে এই ছবির রিলিজ নিয়ে ব্যস্ত থাকব। তাই এখনই কিছু ভাবা কঠিন।’ তাহলে কি জাপানে ছবি করা হবে না তাঁর? ‘আগামী ২ বছর পর্যন্ত এই অফারটা থাকবে। আসলে জাপানে ছবি করতে হলে ভাষাটা একটা বড় সমস্যা। তবে ওঁরা বলেছেন ভারতীয় ভাবনায় ছবি করলেও আমাকে স্বাগত জানানো হবে। দোস্তজি মুক্তির পর ওদেশে গিয়ে এক মাসের রেইকি করার প্রস্তাবও দিয়েছেন। শর্ত একটাই। ৭০ শতাংশ শ্যুটিং জাপানে করতে হবে। দেখা যাক’, আশা জিইয়ে রেখে বলছেন পরিচালক। উল্লেখ্য, ‘দোস্তজি’ এদেশে মুক্তি পাচ্ছে ১১ নভেম্বর।   

27th     September,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ