বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

বাগদান সারলেন
আমির কন্যা ইরা
ফিল্মি কায়দায় সর্বসমক্ষে প্রেমিকাকে প্রোপোজ শিখারের

মুম্বই, ২৩ সেপ্টেম্বর: বাগদান সম্পন্ন হল আমির কন্যা ইরা খান এবং নুপুর শিখারের। সোশ্যাল মিডিয়ায় নিজেদের বাগদানের কথা জানিয়েছে তাঁরা। একটি ইভেন্টে বাগদানের একটি ভিডিও শেয়ার করে তাঁদের সম্পর্কের কথা জলসমক্ষে স্বীকার করেছেন স্বয়ং আমির কন্যা। শেয়ার করা ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, একেবারে ফিল্মি কায়দায় নুপুর শিখারে মাটিতে হাঁটু মুড়ে বসে ইরাকে প্রোপোজ করেছেন। আর আমির কন্যা তাতে উচ্ছ্বসিত। তাঁর চোখে-মুখে খুশির ছাপ স্পষ্ট। এক মুহূর্ত সময় নষ্ট না করে জবাবে হ্যাঁ বলে দেন ইরা। এরপরই ইরার আঙুলে আংটি পরিয়ে দেন শিখারে। এরপর একে অপরকে কিস করেন তাঁরা। এই যুগলকে অভিনন্দন জানান সেখানে উপস্থিত থাকা সকলেই। করতালি দিয়ে তাঁদের অভিবাদন জানানো হয়। গত দু'বছর ধরে ইরা এবং শিখারে ডেট করছিলেন। ঘটনাচক্রে হবু জামাই আবার আমিরেরই ফিটনেস কোচ। ২০২০ সাল নাগাদ তাঁদের সম্পর্কের কথা বি-টাউনে সকলে জানতে পারেন। যদিও ইরা বা শিখারে কেউই তাঁদের সম্পর্ক নিয়ে তখন মুখ খোলেননি। কিন্তু আজ সর্বসমক্ষে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করলেন তাঁরা। সূত্রের খবর, ইরা-শিখারে এই বছরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। উল্লেখ্য, আমিরের প্রথম পক্ষের স্ত্রী রীনা দত্তের একমাত্র মেয়ে ইরা। ২০০২ সালে রীনা দত্তের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় আমিরের। তারপর কিরণ রাও-এর সঙ্গে সম্পর্কে জড়ান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু ডিভোর্স হলেও মেয়ে ইরাকে প্রায়ই আমিরের সঙ্গে দেখা যেত। কয়েকদিন আগেই মেয়ের জন্মদিনের পার্টিতেও গিয়েছিলেন আমির ও তাঁর গোটা পরিবার।

23rd     September,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ