বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

অভিনেতা থেকে পরিচালকের চেয়ারে

অভিনয়ের পাশাপাশি পরিচালনার গুরুদায়িত্বও নিজের কাঁধে তুলে নিলেন রণদীপ হুডা। স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরের বায়োপিক ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবির নামভূমিকায় অভিনয় করার জন্য আগেই চূড়ান্ত হয়েছিলেন তিনি। ঘোষণার পর থেকেই বারবার এই ছবি খবরের শিরোনামে উঠে এসেছে। প্রথমে পরিচালনার কথা ছিল মহেশ মঞ্জরেকরের। এখন শোনা যাচ্ছে, মহেশের বদলে রণদীপই এই ছবিটি পরিচালনা করবেন। আগামী সপ্তাহে মাহারাষ্ট্রে শুরু হচ্ছে শ্যুটিং। তবে মহেশ কেন পরিচালনা করছেন না সে সম্বন্ধে এখন কিছু জানা যায়নি। 
ছবির ফার্স্ট লুক পোস্টার মুক্তি পেয়েছিল সাভারকরের ১৩৯ তম জন্মবার্ষিকীর দিন। গত ২৮ মে লুক প্রকাশ্যে আসার পর রণদীপ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘স্বাধীনতা যুদ্ধে দেশের অন্যতম সেরা নায়ককে সম্মান জানানোর প্রয়াস এই ছবি। এই বীর গাঁথার সবটা এখনও অনেকের অজানা। ওঁর চরিত্রে অভিনয় করাটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। আশা কররি আমি সকলের প্রত্যাশা পূরণ করতে পারব।’ পর্দায় সাভারকর হয়ে উঠতে ২৫কেজি ওজন কমিয়েছেন তিনি। ছবির মুক্তি এখনও চূড়ান্ত হয়নি।  

21st     September,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ