বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত
গায়ক শিবমোগা

বেঙ্গালুরু, ১২ আগস্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক শিবমোগা সুব্বান্নার। বয়স হয়েছিল ৮৩ বছর। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কন্নড় গায়ক। গতকাল রাতে বুকে যন্ত্রণা হওয়ায়র তাঁকে বেঙ্গালুরুর জয়াদেবা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আজ, শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। শোকে ভেঙে পড়েছেন জাতীয় পুরস্কারজয়ী বর্ষীয়ান এই সঙ্গীতশিল্পীর স্ত্রী, পুত্র এবং কন্যা সন্তান। পেশায় আইনজীবী হলেও সঙ্গীতচর্চাই ছিল শিবমোগার ধ্যান-জ্ঞান। মূলত কিংবদন্তি কবিদের কবিতাকে গীতিমালা বেঁধে মানুষের কাছে উপস্থাপন করেন নিজস্ব স্টাইলে। বিখ্যাত কন্নড় কবি কে ভি পুট্টাপ্পা, দা রা বেন্দ্রে এবং অন্যান্যদের কবিতার জন্য রাগ রচনা করেছিলেন। তিনি ছিলেন প্রথম কন্নড় ভাষার প্লে-ব্যাক গায়ক যিনি ১৯৭৮ সালে জাতীয় পুরস্কারে ভূষিত হন। কাদু কুদুরে ওদি বন্দিতা ছবির জন্য তিনি এই পুরস্কার পান। এছাড়া ২০০৬ সালে কন্নড় কাম্পু পুরস্কারেও ভূষিত হয়েছিলেন তিনি। তাঁর প্রয়াণের খবর সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তাঁর আত্মার শান্তি কামনা করেছেন অনেকেই। শোকের ছায়া সঙ্গীত জগতে।
 

12th     August,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ