বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

হৃদরোগে আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে
রাজু শ্রীবাস্তব, সাহায্যের আশ্বাস যোগীর

নয়াদিল্লি, ১১ আগষ্ট: জিমে ট্রেডমিলে কসরত করতে করতে আচমকাই হৃদরোগে আক্রাম্ত হন রাজু শ্রীবাস্তব। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল, মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রখ্যাত কমেডিয়ান। বুকে অসহ্য যন্ত্রণা শুরু হওয়ায় রাজুকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় দিল্লির এইমসে। প্রবল বুকের ব্যথায় অজ্ঞান হয়ে যাওয়ার কারণে তাঁকে সিপিআরও দিতে হয় বলে সূত্রের খবর। আজ, বৃহস্পতিবার রাজুকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়েছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম  সূত্রে জানা গিয়েছে। আর সেই কথা পাওয়া মাত্রই রাজুর স্ত্রীকে ফোন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি কমেডিয়ান রাজুর স্ত্রীকে আশ্বস্ত করেছেন যে উত্তরপ্রদেশ সরকার পাশে আছে। যতটা সম্ভব সাহায্য করতে প্রস্তুত যোগী সরকার। এমনকি উত্তরপ্রদেশের মু্খ্যমন্ত্রী তাঁর আধিকারিকদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই তাঁর একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে সেগুলির রিপোর্ট এখনও পর্যন্ত আসেনি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আপাতত রয়েছেন ভেন্টিলেশনে। রাজুর পরিজনেরা জানিয়েছেন, কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করতেই দিল্লি এসেছিলেন তিনি। ছিলেন হোটেলে। তারমধ্যেই গত মঙ্গলাবর রাতে এই ঘটনাটি ঘটে। অন্যদিকে, কৌতুক অভিনেতার হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরই চিন্তিত হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। অনেকেই রাজু শ্রীবাস্তবের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনাও করছেন। উল্লেখ্য, কমেডি কিং রাজু শ্রীবাস্তব দীর্ঘদিন ধরেই একাধিক টিভি শো, ছবির সঙ্গে যুক্ত। ছোট থেকেই কৌতুক অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। যা লাফটার চ্যালেঞ্জে অংশ নেওয়ার পর বাস্তবায়িত হয়। ওই শোয়ের পরই প্রবল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বর্তমানে রাজু উত্তরপ্রদেশ চলচ্চিত্র উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পদেও রয়েছেন।

11th     August,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ