বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

কমেডি ছবি
‘কীর্তন’

আজ থেকে ‘কীর্তন’ নামে একটি নতুন কমেডি ছবির কাজে হাত দিচ্ছেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। অবিনাশ ও তার পুত্রবধূ মণিমালার পারস্পরিক সম্পর্কের কাহিনি। নিজেদের পুরনো বাড়িতে থাকতে থাকতে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে মণিমালা। সে তার ছেলেকে ভালো করে মানুষ করবে বলে নতুন ফ্ল্যাটে চলে যেতে চায়। কিন্তু এই  পৈতৃক ভিটে ছেড়ে নতুন বাড়িতে যেতে প্রবল আপত্তি অবিনাশের। এই বাড়িতে কত স্মৃতি তাঁর। সেসব ছেড়ে নতুন বাড়িতে যেতে নারাজ সে। এই নিয়ে শ্বশুর-বউমার নিত্য ঝগড়া। ‘বাঙাল’ বাড়িতে ‘ঘটি’ বউ বিয়ে করে আনার জন্য ছেলেকে বকাবকিও করে। বাবা না বউ কার পক্ষ নেবে ঠিক করে উঠতে কালঘাম ছোটে অরূপের। তবে শ্বশুর-বৌমা নিজেদের মধ্যে ঝামেলা করলেও অন্যের সামনে একে অপরকে প্রশংসায় ভরিয়ে দেয়। একদিন ওই পুরনো বাড়িতেই দুর্ঘটনায় পড়ে আবিনাশ। শক পেয়ে হার্ট অ্যাটাকও হয়। এরপর কী হয় তা স্পষ্ট হবে ছবি মুক্তি পেলে। 
অবিনাশ ও মণিমালার চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে পরাণ বন্দ্যোপাধ্যায় ও অরুণিমা ঘোষ। মণিমালার স্বামী অরূপের চরিত্রে গৌরব চট্টোপাধ্যায়। ইদানীং পরপর বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন অরুণিমা। তবে অনেকদিন পর তিনি কমেডি ছবিতে অভিনয় করছেন। অরিন্দম শীলের ‘মায়াকুমারী’র পর পরিচালকের ‘ইস্কাবনের বিবি’ ছবিতেও দেখা যাবে তাঁকে। সেখানে তাঁর বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায়। আবার সাগ্নিকের ‘লেডি চ্যাটার্জি’ ছবিতে তিনি ডিটেকটিভ। সেখানেও নায়ক নতুন, দেবাশিস মণ্ডল। আর ‘কীর্তন’-এ গৌরবের সঙ্গে তাঁর জুটিও নতুন। 
পরিচালকের কথায়, ‘একটা বাঙালি পরিবারের মজার গল্প। একটা বাড়িতে কীভাবে ঝগরাসুলভ কীর্তন চলতে থাকে সেই নিয়েই মজার কাহিনি। এই অশান্তির মধ্যে থেকেই পরিবারের সদস্যরা কীভাবে শান্তি খুঁজে পায় তাই নিয়েই এই ছবি।’ আজ ছবির মহরত। শ্যুটিং শুরু হওয়ার কথা এ মাসেই।

10th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ