বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

পারিবারিক বন্ধন ও প্রেমের 
নিখুঁত স্ক্রিপ্ট সহজে লিখতেন

ঋতুপর্ণা সেনগুপ্ত (অভিনেত্রী) 

তরুণ মজুমদার আর নেই। কিছুতেই এই দুঃসংবাদ মেনে নিতে পারছি না। চলচ্চিত্রের ইনস্টিটিউশন ছিলেন উনি। একাধিক বড় মাপের কাজ আমরা ওঁর থেকে পেয়েছি। ওঁর কীর্তি, সৃষ্টি অতুলনীয়। সম্পর্কের নতুন আঙ্গিক, পারিবারিক গভীরতার বাঁধন কীভাবে দর্শকদের বেঁধে রাখা যায় তা তরুণ মজমুদারের থেকে ভালো কেউ জানেন না। ওঁর মতো দৃষ্টিভঙ্গি কম পরিচালকেরই আছে। ঈশ্বরকে ধন্যবাদ, ওঁর তিনটি ছবিতে কাজের সুযোগ পেয়েছি। প্রতিটি ছবিই দর্শকমনে গভীর ছাপ ফেলেছে। 
বাংলা সিনেমার পথ পরিক্রমায় অন্যতম মাইলফলক ‘আলো’। আজও অনেকে আমাকে জিজ্ঞাসা করে, আর একটা ‘আলো’ করতে পারেন না? অনেক শিল্পীকে নিয়ে তৈরি করেছিলেন ‘চাঁদের বাড়ি’। এই বৃত্তে আমিও ছিলাম। পারিবারিক বন্ধন এবং প্রেমের নিখুঁত স্ক্রিপ্ট লেখা ছিল তরুণ মজুমদারের ইউএসপি। ছবিতে গানের ব্যবহারের জন্যও তাঁকে মনে রাখতে হবে। রবি ঠাকুরের গানও যেন অন্য মাত্রা পেয়েছে ওঁর ছবিতে। ‘দাদার কীর্তি’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘গণদেবতা’, ‘পলাতক’— ওঁর এই ছবিগুলো বারবার দেখে অভিনয় শেখার চেষ্টা করেছি। সোমবার দেশের বাইরে বসেই ওঁর প্রয়াণের খবরটা পেলাম। তাই একছুটে যাওয়া আর হল না। কলকাতায় থাকলে নিশ্চয়ই শেষবার পা ছুঁয়ে প্রণাম করতাম, আশীর্বাদ নিতাম। দূর থেকে বলতে চাই, তুমি আবার ফিরে এসো। আবার অনেক কিছু সৃষ্টি করো। তুমি আমাদের গর্ব, শিক্ষকও বটে। 

5th     July,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ