বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

অস্কারে আহ্বান

অ্যাকাডেমির পক্ষ থেকে সদস্যপদের জন্য আমন্ত্রণ পেলেন একগুচ্ছ ভারতীয় শিল্পী। বলিউড থেকে এই তালিকায় রয়েছেন কাজল, পরিচালক রিমা কাগতি। অন্যদিকে দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে ডাক পেয়েছেন হালের ‘জয় ভীম’ খ্যাত অভিনেতা সূরিয়া। অন্যদিকে আমন্ত্রণ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রযোজক আদিত্য সুদ। ‘দ্য মার্শান’ বা ‘ডেডপুল’ এর মতো জনপ্রিয় হলিউড ছবির সহপ্রযোজক তিনি। এছাড়াও রয়েছেন ‘রাইটিং উইথ ফায়ার’ তথ্যচিত্রের দুই পরিচালক সুস্মিত ঘোষ ও রিন্টু থমাস। তাঁদের এই তথ্যচিত্রটি এই বছর অস্কারের মূল পর্বে লড়েছিল। তালিকায় রয়েছে আর এক ভারতীয় বংশোদ্ভূত পরিচালক প্যান নালিনের নাম। উল্লেখ্য, বলিউড থেকে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, আমির খান, বিদ্যা বালন, আলি ফজল, আদিত্য চোপড়া, শোভা কাপুর ও একতা কাপুর ইতিমধ্যেই অ্যাকাডেমির সদস্যপদ গ্রহণ করেছেন। এই বছর এখনও পর্যন্ত অ্যাকাডেমি মোট ৩৯৭ জন সদস্যকে আমন্ত্রণ জানিয়েছে। সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এবছরের সদস্যদের মধ্যে ৪৪ শতাংশ মহিলা। মোট সদস্যদের ৫০ শতাংশ আবার আমেরিকার বাইরের ৫৩টি দেশের নাগরিক।      

30th     June,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ