বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

গুজব ছড়াবেন না,
 আর্জি কেকে’র পরিবারের

কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়েন কেকে। তারপর বেশ কিছুদিন কেটে গিয়েছে, তবু এই মৃত্যু নিয়ে বিতর্ক থামেনি। এরমধ্যেই প্রয়াত সঙ্গীতশিল্পীর নিজস্ব মিউজিক্যাল টিমকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে খবর। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই নক্কারজনক ঘটনারই প্রতিবাদ করলেন প্রয়াত গায়কের কন্যা। ইনস্টাগ্রামে মা জ্যোতি, ভাই নকুল ও নিজের একটি যৌথ বিবৃতি পোস্ট করেছেন তামারা। কারও কথায় প্ররোচিত হয়ে গায়কের পার্সোনাল ম্যানেজার হীতেশ ভাট ও তাঁর টিমকে নিজেদের রাগ উগরে না দেওয়ার অনুরোধ করেছেন তিনি।  
তামারা লিখেছেন, ‘আমি শুনলাম হীতেশ আঙ্কেল ও শুভম অনেকের কাছ থেকেই হুমকি মেল পাচ্ছেন। অনেকে তাঁদের প্রতি নিজেদের যাবতীয় রাগ উগরে দিচ্ছেন। যাঁরা এসব করছেন তাঁরা একবার ভাবুন বাবা এসব দেখে কী ভাবতেন? কিছু অসত্য খবরের উপর ভিত্তি করে আপনারা এরকম আচরণ করছেন। কারও ইশারায় ঘৃণা ছড়াবেন না।’ টিম সদস্যদের সঙ্গে কেকে’র একটি ছবি পোস্ট করে বাবার খেয়াল রাখার জন্য প্রয়াত সঙ্গীতশিল্পীর নিজস্ব টিমকে ধন্যবাদও দিয়েছেন তামারা। বাবার শেষ সময় তাঁর পাশে থাকার জন্য হীতেশের কাছে কৃতজ্ঞ বলে জানিয়েছেন তিনি। ‘মা, নকুল বা অমি কেউই বাবার শেষ সময়ে তাঁর কাছে ছিলাম না। কিন্তু আমরা সত্যিই কৃতজ্ঞ যে হীতেশ আঙ্কেল বাবার সঙ্গে ছিলেন। উনি টিমে যোগ দেওয়ার পরে বাবার সমস্ত টেনশন কমে গিয়েছিল’, ওই পোস্টে লিখেছেন তামারা। সেইসঙ্গে এই ধরনের পোস্ট চোখে পড়লেই কেকে’র ভক্তদের প্রতিবাদ করার অনুরোধ জানিয়েছেন তিনি। 

28th     June,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ